দেশের ২২ হাজার ১০১ ভূমিহীন ও গৃহহীন পরিবার পেয়েছে ভূমিসহ নতুন ঘর। এতে কমপক্ষে ১ লাখ ১৫ হাজার মানুষের মুখে হাসি ফুটল।
বুধবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে দেশের বিভিন্ন উপজেলায় ঘর হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, বাবা-মা ভাইবোন সব হারিয়েছি। ৮১ সালে এসে এই দেশের মানুষকেই আপনজন হিসেবে পেয়েছি। তাদের মাঝে হারানো বাবা-মা ভাইবোনকে খুঁজে পেয়েছি। আমার তো আর কিছু পাওয়ার নেই। এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করছি। দরিদ্র্য অসহায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ভূমি ও নতুন ঘর করে দিচ্ছি।
এ সময় কাউখালী উপজেলা পরিষদ সভাকক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সেলিম হোসেন। কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানারা সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বায়েজিদুর রহমান,উপজেলা আওয়ামীলীগের সাধারণ মোঃ মনিরুজ্জামান পল্টন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া, কাউখালী মহিলা কলেজের অধ্যক্ষ অলক কর্মকার, কাউখালী ৩নং সদর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, ৪ নং চিরাপাড়া ইউপি চেয়ারম্যান লাইকুজ্জামান মিন্টু, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীগণ, পুলিশ, জনপ্রতিনিধি, সাংবাদিক, বীরমুক্তিযোদ্ধা, শিক্ষক ও উপকারীভোগিরা।