রাঙামাটির বিলাইছড়িতে বন্যায় দুর্গত সাতশত পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
শনিবার (১২ আগস্ট) সকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে গোডাউন প্রাঙ্গণ ও পল্টন ঘাট এলাকা হতে এইসব ত্রাণ বিতরণ করা হয়।
এই ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা,উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শামসুদ্দিন, ১ নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, ২ নং কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রামাচারণ মার্মা (রাসেল) উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা( ভাঃ)মোঃ মিজানুল হক, উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা রুবেল বড়ুয়া,২ নং কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদ সচিব শান্তি বরণ তালুকদার, মহিলা মেম্বার রিতা চাকমা এবং স্ব স্ব এলাকায় ওয়ার্ড মেম্বারগণ।
জানা যায়, ১ নং বিলাইছড়ি ইউনিয়নে ৫০০ পরিবার এবং কেংড়াছড়ি ইউনিয়নে ২০০ পরিবারের মাঝে প্রতিজন বা পরিবারকে ১০ কেজি করে চাউল ও অন্যান্য শুকনো খাবার বিতরণ করা হয়েছে।