মৌলভীবাজারের কুলাউড়ার পাহাড়ে আরও জঙ্গি আস্তানার সন্ধান মিলেছে। আগামীকাল (মঙ্গলবার) সকালে সেখানে অভিযান চালাবে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম।
সোমবার রাতে সিটিটিসি প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান এই বিষয়টি নিশ্চিত করেন।
আসাদুজ্জামান বলেন, সোমবার সকালে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের আছকরাবাদ বাজার থেকে জঙ্গি সন্দেহে আরও ১৭ জনকে আটক করে স্থানীয়রা।
পরে পুলিশকে খবর দেওয়া হয়। আটককৃতরা জঙ্গি সংগঠন ইমাম মাহমুদ কাফেলার সদস্য বলে আমরা নিশ্চিত হয়েছি। আমরা আগেই বলেছিলাম যে তাদের আরও আস্তানা এখানে আছে।
সেই আস্তানা থেকে আজ তারা পালানোর চেষ্টা করছিল। তারপর আজ তাদের আটক করে স্থানীয়রা। যেহেতু এখানে অনেক ডাক্তার, ইঞ্জিনিয়ার আছে তাদেরকে আরও গভীর জিজ্ঞাসাবাদে প্রয়োজন। যার কারণে আমরা আগামীকাল সকালে ওই এলাকায় আবার অভিযান চালাবো। এখন পর্যন্ত অভিযানের স্বার্থে তাদের পরিচয় কিংবা অন্য কিছু নিশ্চিতভাবে বলা যাবে না।
এর আগে শুক্রবার রাত থেকে কর্মদা ইউনিয়নের পূর্ব টাট্টিওয়ালি গ্রামের বাইশালী বাড়ি এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ১০ জন নারী-পুরুষ ও তিন শিশুকে আটক করেছিল সিটিটিসি ইউনিট।