ঢাকা থেকে বরগুনার উদ্দেশ্যে ছেড়ে এসেছে লঞ্চ। আজ বৃহস্পতিবার বিকেল ৫:৩০ মিনিটে ঢাকা থেকে বরগুনার উদ্দেশে ছেড়ে আসছে এমভি পূবালী-১ । বরগুনা লঞ্চঘাটের ঘাট সুপারভাইজার এনায়েত হোসেন এ খবর নিশ্চিত করেছেন।
মাত্রা অতিরিক্ত যাত্রীসংকটের কারণ দেখিয়ে গত ২২ আগস্ট, ২০২৩ তারিখ ঢাকা-বরগুনা রুটে লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছিল লঞ্চ কর্তৃপক্ষ। আজ ৩১ আগস্ট (বৃহষ্পতিবার) বিকেলে ঢাকা সদরঘাট থেকে বরগুনার উদ্দেশে ছেড়ে আসার মধ্য দিয়ে এই রুটে আবারও লঞ্চ চলাচল শুরু হলো। যাত্রীদের কথা বিবেচনায় নিয়ে লঞ্চের ভাড়াও কমানো হয়েছে।
বরগুনা থেকে ঢাকা ডেক ভাড়া করা হয়েছে ৫০০ টাকা, সিঙ্গেল কেবিন ১,৩০০ টাকা, ডাবল কেবিন ২,৫০০ টাকা এবং ভিআইপি কেবিনের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫,০০০ টাকা।
এদিকে গত আট দিন বন্ধ থাকার কারনে আবারো লঞ্চ চলাচল শুরু হয়েচ্ছে জানিয়ে গতকাল বুধবার বরগুনা শহরে এম.কে শিপিং লাইনস্ কর্তৃপক্ষের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। বরগুনা-ঢাকা লঞ্চ চলাচল শুরু হবে শুনে বরগুনা সহ বরগুনার পাথরঘাটা-বামনা-বেতাগী উপজেলার বহু ব্যবসায়ী ও সাধারণ যাত্রীদের মধ্যে আশার সঞ্চার হয়েছে।
সর্ব দক্ষিনের উপজেলা পাথরঘাটার উপজেলা বিআরডিবি অফিসার তারিকুল ইসলাম বলেন, আমি নিয়মিত নিজে ও পরিবার নিয়ে ঢাকাতে লঞ্চেই যাতায়াত করতাম, লঞ্চের যাত্রা খুবই আরামদায়ক হওয়া সত্বেও পদ্মা সেতুর কারনে যেখানে ৫-৬ ঘন্টায় এখন ঢাকাতে পৌছানো যায় সেখানে আমি সহ অনেকেই এখণ সময়ের বিবেচনায় লঞ্চে যাওয়ার বিষয়টি চিন্তা করি না। তবে মালামাল পরিবহন সহ যাদের হাতে সময়ের সমস্যা নেই তাদের জন্য লঞ্চে যাতায়াত করাটা আসলেই অনেক সুন্দর।
পাথরঘাটা উপজেলা শহরের টিন ব্যবসায়ী মারুফ তালুকদার বলেন- ‘বরগুনা লাইনে লঞ্চ চলাচল পূনরায় শুরু হওয়ায় আমরা ব্যবসায়ীরাই বেশী উপকৃত হলাম, সংসদ সদস্য মহোদয়, সাংবাদিক ভাইয়েরা সহ যাহারা এ বিষয়ে শ্রম দিয়েছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ। এটা না হলে আমাদের দুর্ভোগের আর শেষ ছিলো না।’
লঞ্চ পরিচালানা কর্তৃপক্ষ বলেন, যাত্রীদের কথা বিবেচনা করে আমাদের মালিকপক্ষ লঞ্চের ভাড়াও কমিয়েছেন। সাধারণ যাত্রী সহ যথাযথ কর্তৃপক্ষও যেন নৌ-পরিবনের দিকে বিশেষ নজর রাখেন। কারন এটি দক্ষিন অঞ্চলের একটি বিশেষ শিল্পও বটে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লিউটিএ) বরগুনা নদীবন্দর কর্মকর্তা নিয়াজ মাহমুদ খান বলেন, আজ বৃহস্পতিবার থেকে বরগুনা-ঢাকা রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। আসা করি সুন্দর ভাবে চলাচল করতে পারবে সাধারণ মানুষ।