বরগুনার পাথরঘাটা উপজেলার কাঠালতলী-কালিবাড়ী এলাকায় বাসের বাঙ্কার থেকে এক বস্তা আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। কোস্টগার্ড দক্ষিন জোনের ষ্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট এম. হাসান মেহেদী খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
শুক্রবার (১ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে পাথরঘাটা উপজেলার কাঠালতলী ইউনিয়নের কালিবাড়ী গ্রামের (মুন্সিরহাট ব্রিজ সংলগ্ন) লোকাল পরিবহন চেকপোস্টে বহুসময় ধরে টহলে থেকে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও বিদেশী মদ উদ্ধার করে কোস্টগার্ট দক্ষিন জোনের একটি টিম।
খুলনা থেকে সকালে পাথরঘাটার উদ্দেশ্যে ছেরে আসা ঢাকা মেট্রো-ব-১৫-৫৬৮৪ এসি-বিআরটিসি বাসে তল্যাশি চালিয়ে বাসের বাঙ্কার থেকে বস্তায় মোড়ানো ৬টি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও বিদেশি মদসহ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শেখ মোমিনুল ইসলাম(৩০) নামের এক যুবককে আটক করেছে পাথরঘাটা কোস্টগার্ড। বিকেল ২.৩০ ঘটিকার দিকে প্রেসব্রিফিং করে সাংবাদিককের এ তথ্য নিশ্চিত করেছেন কোস্টগার্ড কর্তৃপক্ষ।
ঘটনার সঙ্গে জড়িত দায়ে আটক শেখ মোমিনুল ইসলাম সুমন(৩০), সাতক্ষীরা জেলার তালা উপজেলার মাগুরাডাঙ্গার মৃতঃ শেখ আনসারুল আাজাদের ছেলে। যব্দকৃত আগ্নেয়াস্ত্র ও অন্যান্নের মধ্যে রয়েছে- ৫ টি এয়ারগান (নিউ চায়না), মডেল-৩৫, ১টি মেকানাইজড বিদেশী 9MM পিস্তল, ৫ রাউন্ড তাজা এ্যামুনেশন, ১ ইম্পেরিয়াল বিদেশী মদ।
কোস্টগার্ড দক্ষিন জোনের স্টাফ অফিসার(অপারেশন) লেফটেন্যান্ট এম. হাসান মেহেদী জানান, আটককৃত ব্যক্তি খুলনা থেকে প্রথমে পাথরঘাটায় এসে এখান থেকে অস্ত্রের চালান নিয়ে ঢাকাতে যাবে বলে তার উদ্দেশ্যে ছিল, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এটাই জানা যায়। ধারনা করা হচ্ছে নিজ এলাকা খুলনা থেকে ঢাকাতে সরাসরি যাওয়া কঠিন হওয়ার এই পথ বেছে নিয়েছে এই চোরা কারবারী। লেফটেন্যান্ট মেহেদী আরও জানান, অভিযুক্ত ব্যাক্তিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।
পাথরঘাটা থানার ওসি শাহ আলম হাওলাদার জানান, কোস্টগার্ড আসামিকে আটকের পর আমাদের কাছে হস্তান্তর করেছে, বর্তমানে মামলার প্রক্রিয়া চলছে। সকল আইনি প্রক্রিয়া শেষে শনিবার (২ সেপ্টেম্বর) আসামিকে কোর্টে প্রেরন করা হবে।