সঠিক জিনিসটা সবার জানা উচিত: তামিম

স্পোর্টস ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
সঠিক জিনিসটা সবার জানা উচিত: তামিম
তামিম ইকবাল। ছবি: সংগৃহীত

দেশে এই মুহূর্তে অন্যতম আলোচিত বিষয় আসন্ন ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াড। নানা গুঞ্জন শেষে ভারতে অনুষ্ঠিতব্য ক্রিকেটের বিশ্ব আসরে রাখা হয়নি দেশসেরা ওপেনার তামিম ইকবালকে। বিষয়টি নিয়ে ভক্তদের মধ্যে ক্ষোভ ও হতাশা রয়েছে।

বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেল চারটার ফ্লাইটে ভারতের গৌহাটির উদ্দেশে রওনা হয়েছে বিশ্বকাপের বাংলাদেশ দল। বাংলাদেশের ফ্লাইটে ওঠার ঘণ্টাখানেক পর নিজের ফেসবুক পেজে ভক্ত ও সমর্থকদের উদ্দেশ্যে ভিডিও বার্তা দিয়েছেন তামিম।

১২ মিনিট ১০ সেকেন্ডের ওই ভিডিওতে তামিম বলেন, “আমার কাছে মনে হয় সঠিক জিনিসটা সবার জানা উচিত। আপানার জানেন আমি পদত্যাগ করি। এটারও একটা কারণ ছিল। তারপর আমি প্রধানমন্ত্রীর কারণে ফিরে আসি। এরপর গত দুই মাস আমি অনেক কষ্ট করি। এই সময়টাতে আমি নিজেকে ফিট করার জন্য এমন কোনও কষ্ট নেই যা করিনি।”

বিশ্বকাপের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণার আগে গুঞ্জন উঠেছিল, তামিম বিশ্বকাপে সবগুলো ম্যাচ খেলবেন না। ধারণা করা হচ্ছে, মূলত এ কারণেই দেশসেরা ওপেনারকে বিশ্বকাপের স্কোয়াডে রাখা হয়নি। এ প্রসঙ্গে তামিম বলেন, “নিউজিল্যান্ড সিরিজে আমি ৪৪ রান (দ্বিতীয় ওয়ানডেতে) করেছিলাম। তারপর আমি ফিজিওকে জানালাম কেমন বোধ করছি। তখন ড্রেসিংরুমে তিন জন নির্বাচক এলেন। একটা ব্যাপার আমি পরিষ্কার করে দিতে চাই, আমি কখনোই বলিনি যে বিশ্বকাপে পাঁচ ম্যাচের বেশি খেলব না।”

তামিম নির্দিষ্ট কয়েকটি ম্যাচ খেলার শর্ত না দিলেও, তার চোট আর ফিটনেসের বিষয়টি নির্বাচকদের মাথায় রাখতে বলেছিলেন। তামিম বলেন, “আমি নিশ্চিত কালকে নান্নু ভাইও কথাটা পরিষ্কার করছে। আমি জানি না এই কথাটা কীভাবে গণমাধ্যমকে খাওয়ানো হলো বা কে করছে, কিন্তু এই জিনিস একদমই মিথ্যা। যে জিনিস আমি নির্বাচকদের বলেছিলাম যে আমার শরীর এরকমই থাকবে। এখন যেরকম অবস্থায় আছে। আমার ব্যথা থাকবে। আপনারা যখন দলটা নির্বাচন করবেন, তখন এটা মাথায় রাখবেন।”

চোট আর ফিটনেস নিয়ে সন্দিহান থাকলেও ফিজিওর প্রতিবেদনে ম্যাচ খেলার জন্য তামিমের ভালো অবস্থানে থাকার কথাই উল্লেখ ছিল। ফিজিওর প্রতিবেদনের বিষয় ৩৪ বছর বয়সী এই ওপেনার বলেন, “ফিজিও’র রিপোর্টে ছিল প্রথম ম্যাচের পরে আমার ব্যথার অবস্থা কী, দ্বিতীয় ম্যাচের পর কী হয়েছে। সেক্ষেত্রে ২৬ সেপ্টেম্বরের (নিউজিল্যান্ড সিরিজের শেষ ম্যাচ) ম্যাচের দিন অবস্থা কেমন হতে পারে। রিপোর্ট অনুযায়ী, খেলার জন্য আমি প্রস্তুত। তবে আমাকে বলা হয়েছিল আমি বিশ্রামেও যেতে পারি।”

তিনি আরও বলেন, শেষ ম্যাচটায় বিশ্রাম নিলে সেক্ষেত্রে আমার প্রস্তুতি ম্যাচের জন্য রিহ্যাভ হয়ে যেত এবং বিশ্বকাপের প্রথম ম্যাচও আমি খেলতে পারবো এমনটাই ছিল প্রতিবেদনে। আমি কোথাও বলিনি যে, পাঁচটা ম্যাচ খেলবো বা পাঁচ ম্যাচ খেলতে পারবো।”

স্কোয়াডে না থাকলেও ওয়ানডে বিশ্বকাপের জন্য বাংলাদেশকে শুভকামনা জানাতে ভোলেননি তামিম। বাংলাদেশকে দলকে শুভ কামনা জানানোর পর এই বাঁহাতি ব্যাটার শেষে বলেন, “সঙ্গে আরও অনেক কিছু ঘটেছে। আপনারা দেখছেন। এগুলো একটা কাহিনী হতে পারে, দুটো কাহিনী মিসআন্ডারস্টান্ডিং হতে পারে। কিন্তু একজনের সঙ্গে লাস্ট তিন চার মাসে সাত-আটটা কাহিনী যদি হয়, তাহলে এটা ইন্টেনশনাল হয়। এটাই আমার উপলব্ধি। এর চেয়ে বেশি আমার আর কিছু বলার নেই। আপনারা ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আর একটা অনুরোধ করবো, আমাকে মনে রাখবেন, ভুলে যাবেন না।”

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সঠিক জিনিসটা সবার জানা উচিত: তামিম

সঠিক জিনিসটা সবার জানা উচিত: তামিম
তামিম ইকবাল। ছবি: সংগৃহীত

দেশে এই মুহূর্তে অন্যতম আলোচিত বিষয় আসন্ন ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াড। নানা গুঞ্জন শেষে ভারতে অনুষ্ঠিতব্য ক্রিকেটের বিশ্ব আসরে রাখা হয়নি দেশসেরা ওপেনার তামিম ইকবালকে। বিষয়টি নিয়ে ভক্তদের মধ্যে ক্ষোভ ও হতাশা রয়েছে।

বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেল চারটার ফ্লাইটে ভারতের গৌহাটির উদ্দেশে রওনা হয়েছে বিশ্বকাপের বাংলাদেশ দল। বাংলাদেশের ফ্লাইটে ওঠার ঘণ্টাখানেক পর নিজের ফেসবুক পেজে ভক্ত ও সমর্থকদের উদ্দেশ্যে ভিডিও বার্তা দিয়েছেন তামিম।

১২ মিনিট ১০ সেকেন্ডের ওই ভিডিওতে তামিম বলেন, “আমার কাছে মনে হয় সঠিক জিনিসটা সবার জানা উচিত। আপানার জানেন আমি পদত্যাগ করি। এটারও একটা কারণ ছিল। তারপর আমি প্রধানমন্ত্রীর কারণে ফিরে আসি। এরপর গত দুই মাস আমি অনেক কষ্ট করি। এই সময়টাতে আমি নিজেকে ফিট করার জন্য এমন কোনও কষ্ট নেই যা করিনি।”

বিশ্বকাপের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণার আগে গুঞ্জন উঠেছিল, তামিম বিশ্বকাপে সবগুলো ম্যাচ খেলবেন না। ধারণা করা হচ্ছে, মূলত এ কারণেই দেশসেরা ওপেনারকে বিশ্বকাপের স্কোয়াডে রাখা হয়নি। এ প্রসঙ্গে তামিম বলেন, “নিউজিল্যান্ড সিরিজে আমি ৪৪ রান (দ্বিতীয় ওয়ানডেতে) করেছিলাম। তারপর আমি ফিজিওকে জানালাম কেমন বোধ করছি। তখন ড্রেসিংরুমে তিন জন নির্বাচক এলেন। একটা ব্যাপার আমি পরিষ্কার করে দিতে চাই, আমি কখনোই বলিনি যে বিশ্বকাপে পাঁচ ম্যাচের বেশি খেলব না।”

তামিম নির্দিষ্ট কয়েকটি ম্যাচ খেলার শর্ত না দিলেও, তার চোট আর ফিটনেসের বিষয়টি নির্বাচকদের মাথায় রাখতে বলেছিলেন। তামিম বলেন, “আমি নিশ্চিত কালকে নান্নু ভাইও কথাটা পরিষ্কার করছে। আমি জানি না এই কথাটা কীভাবে গণমাধ্যমকে খাওয়ানো হলো বা কে করছে, কিন্তু এই জিনিস একদমই মিথ্যা। যে জিনিস আমি নির্বাচকদের বলেছিলাম যে আমার শরীর এরকমই থাকবে। এখন যেরকম অবস্থায় আছে। আমার ব্যথা থাকবে। আপনারা যখন দলটা নির্বাচন করবেন, তখন এটা মাথায় রাখবেন।”

চোট আর ফিটনেস নিয়ে সন্দিহান থাকলেও ফিজিওর প্রতিবেদনে ম্যাচ খেলার জন্য তামিমের ভালো অবস্থানে থাকার কথাই উল্লেখ ছিল। ফিজিওর প্রতিবেদনের বিষয় ৩৪ বছর বয়সী এই ওপেনার বলেন, “ফিজিও’র রিপোর্টে ছিল প্রথম ম্যাচের পরে আমার ব্যথার অবস্থা কী, দ্বিতীয় ম্যাচের পর কী হয়েছে। সেক্ষেত্রে ২৬ সেপ্টেম্বরের (নিউজিল্যান্ড সিরিজের শেষ ম্যাচ) ম্যাচের দিন অবস্থা কেমন হতে পারে। রিপোর্ট অনুযায়ী, খেলার জন্য আমি প্রস্তুত। তবে আমাকে বলা হয়েছিল আমি বিশ্রামেও যেতে পারি।”

তিনি আরও বলেন, শেষ ম্যাচটায় বিশ্রাম নিলে সেক্ষেত্রে আমার প্রস্তুতি ম্যাচের জন্য রিহ্যাভ হয়ে যেত এবং বিশ্বকাপের প্রথম ম্যাচও আমি খেলতে পারবো এমনটাই ছিল প্রতিবেদনে। আমি কোথাও বলিনি যে, পাঁচটা ম্যাচ খেলবো বা পাঁচ ম্যাচ খেলতে পারবো।”

স্কোয়াডে না থাকলেও ওয়ানডে বিশ্বকাপের জন্য বাংলাদেশকে শুভকামনা জানাতে ভোলেননি তামিম। বাংলাদেশকে দলকে শুভ কামনা জানানোর পর এই বাঁহাতি ব্যাটার শেষে বলেন, “সঙ্গে আরও অনেক কিছু ঘটেছে। আপনারা দেখছেন। এগুলো একটা কাহিনী হতে পারে, দুটো কাহিনী মিসআন্ডারস্টান্ডিং হতে পারে। কিন্তু একজনের সঙ্গে লাস্ট তিন চার মাসে সাত-আটটা কাহিনী যদি হয়, তাহলে এটা ইন্টেনশনাল হয়। এটাই আমার উপলব্ধি। এর চেয়ে বেশি আমার আর কিছু বলার নেই। আপনারা ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আর একটা অনুরোধ করবো, আমাকে মনে রাখবেন, ভুলে যাবেন না।”

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত