বেড়িবাঁধ ধসে নওগাঁয় দেড় হাজার পরিবার পানিবন্দি

ন্যাশনাল ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
বেড়িবাঁধ ধসে নওগাঁয় দেড় হাজার পরিবার পানিবন্দি
বন্যা/ফাইল ছবি

পানির উচ্চতা বাড়ার কারণে নওগাঁর মান্দা উপজেলায় আত্রাই নদীর তীরবর্তী একটি বেড়িবাঁধ ধসে পড়েছে। এর ফলে বিভিন্ন গ্রামের দেড় হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

পানির নিচে তলিয়ে গেছে আউশ ও আমন ধানের এক হাজার বিঘা ফসলি জমি। গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে আত্রাই নদীর পানি বিপৎসীমার ১০০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বেড়িবাঁধ রক্ষায় স্থানীয় প্রশাসন নদীর তীর ঘেঁষে বালু ফেলা শুরু করেছে। চারটি পয়েন্টে বেড়িবাঁধ ভেঙ্গে যাওয়ায় নুরুল্লাবাদ, পারনুরুল্লাবাদ, প্রসাদপুর, বাইবুল্লা ও বিষ্ণপুর ইউনিয়নের প্রায় দেড় হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের স্থানীয় কার্যালয় সূত্রে জানা গেছে, রবিবার (২৪ সেপ্টেম্বর) থেকে নদীর পানি বাড়তে শুরু করে এবং এবং মঙ্গলবার বিকেল পর্যন্ত বিপদসীমার ১০০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। বুধবারও নদীর পানিবৃদ্ধি অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নুরুল্লাবাদ ইউনিয়ন পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম জানান, ইউনিয়নের সাতটি গ্রামের এক হাজার পরিবার বন্যার পানিতে আটকে পড়েছে।

মান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও ) লায়লা আঞ্জুমান বানু জানান, কর্তৃপক্ষ বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছে, জোরেশোরে বালু ফেলার কাজ চলছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বেড়িবাঁধ ধসে নওগাঁয় দেড় হাজার পরিবার পানিবন্দি

বেড়িবাঁধ ধসে নওগাঁয় দেড় হাজার পরিবার পানিবন্দি
বন্যা/ফাইল ছবি

পানির উচ্চতা বাড়ার কারণে নওগাঁর মান্দা উপজেলায় আত্রাই নদীর তীরবর্তী একটি বেড়িবাঁধ ধসে পড়েছে। এর ফলে বিভিন্ন গ্রামের দেড় হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

পানির নিচে তলিয়ে গেছে আউশ ও আমন ধানের এক হাজার বিঘা ফসলি জমি। গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে আত্রাই নদীর পানি বিপৎসীমার ১০০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বেড়িবাঁধ রক্ষায় স্থানীয় প্রশাসন নদীর তীর ঘেঁষে বালু ফেলা শুরু করেছে। চারটি পয়েন্টে বেড়িবাঁধ ভেঙ্গে যাওয়ায় নুরুল্লাবাদ, পারনুরুল্লাবাদ, প্রসাদপুর, বাইবুল্লা ও বিষ্ণপুর ইউনিয়নের প্রায় দেড় হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের স্থানীয় কার্যালয় সূত্রে জানা গেছে, রবিবার (২৪ সেপ্টেম্বর) থেকে নদীর পানি বাড়তে শুরু করে এবং এবং মঙ্গলবার বিকেল পর্যন্ত বিপদসীমার ১০০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। বুধবারও নদীর পানিবৃদ্ধি অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নুরুল্লাবাদ ইউনিয়ন পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম জানান, ইউনিয়নের সাতটি গ্রামের এক হাজার পরিবার বন্যার পানিতে আটকে পড়েছে।

মান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও ) লায়লা আঞ্জুমান বানু জানান, কর্তৃপক্ষ বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছে, জোরেশোরে বালু ফেলার কাজ চলছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত