রাজধানীতে ৫ ছিনতাইকারীকে ধরেছে র‌্যাব

ডেস্ক এডিটর এজেড নিউজ বিডি, ঢাকা
রাজধানীতে ৫ ছিনতাইকারীকে ধরেছে র‌্যাব
ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে পাঁচ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তারা রাজধানীর বিভিন্ন এলাকায় পথচারীদের ছুরির ভয় দেখিয়ে টাকা ও মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র ছিনতাই করত।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (অপস) আমিনুল ইসলাম জানান, বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাতে যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে এসব ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো—সাগর হোসেন, মো. আমিনুল ইসলাম, মো. আরিফ, মো. আতাউর রহমান এবং মো. জুয়েল। তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত দুটি ধারালো অস্ত্র জব্দ করা হয়েছে।

র‌্যাব জানায়, ওই ছিনতাইকারীরা বেশ কিছুদিন ধরে যাত্রাবাড়ীসহ রাজধানীর বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো ছুরির ভয় দেখিয়ে টাকা ও মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। র‌্যাব নিয়মিত জঙ্গি, সন্ত্রাসী, সংঘবদ্ধ ও অস্ত্রধারী অপরাধী এবং ছিনতাইকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজধানীতে ৫ ছিনতাইকারীকে ধরেছে র‌্যাব

রাজধানীতে ৫ ছিনতাইকারীকে ধরেছে র‌্যাব
ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে পাঁচ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তারা রাজধানীর বিভিন্ন এলাকায় পথচারীদের ছুরির ভয় দেখিয়ে টাকা ও মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র ছিনতাই করত।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (অপস) আমিনুল ইসলাম জানান, বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাতে যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে এসব ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো—সাগর হোসেন, মো. আমিনুল ইসলাম, মো. আরিফ, মো. আতাউর রহমান এবং মো. জুয়েল। তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত দুটি ধারালো অস্ত্র জব্দ করা হয়েছে।

র‌্যাব জানায়, ওই ছিনতাইকারীরা বেশ কিছুদিন ধরে যাত্রাবাড়ীসহ রাজধানীর বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো ছুরির ভয় দেখিয়ে টাকা ও মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। র‌্যাব নিয়মিত জঙ্গি, সন্ত্রাসী, সংঘবদ্ধ ও অস্ত্রধারী অপরাধী এবং ছিনতাইকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত