নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নে পূর্ব শত্রুতার জের ধরে আজিম শেখ (২৪) নামে এক যুবকের হাত-পায়ের রগ কর্তন করেছে দুর্বৃত্তরা। আজিম শেখ উপজেলার ধোপাদহ গ্রামের শাহজাহান শেখের ছেলে।
শুক্রবার (৬ অক্টোবর) রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার কাশিপুর ইউপির গন্ডব ব্রীজের ওপর এ ঘটনা ঘটেছে।
পরিবার সুত্রে জানা গেছে,আজিম শেখ শুক্রবার দুই বন্ধুকে নিয়ে কাশীপুর থেকে গন্ডব ব্রীজে ঘুরতে যায়। রাত সাড়ে ৭টার দিকে ব্রীজের ওপর কয়েকজন দুর্বৃত্ত তাদের ঘিরে ফেলে এবং ধারালো ছুরিও চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। দুর্বৃত্তরা আজিম শেখের হাত ও পায়ের রগ কেটে দেয়। এসময় আজিম শেখের বন্ধ শুভ ও তুফান তাকে উদ্ধার করতে গেলে দুর্বৃত্তরা তাদেরও কুপিয়ে গুরুতর জখম করে।
স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা আজিম শেখকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন। শুভ ও তুফান লোহাগড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এব্যাপারে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটানা স্থলে পুলিশ পাঠিয়ে ছিলাম। এ ঘটনায় কেউ অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।