ইসরায়েলে নেসলের কার্যক্রম স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
ইসরায়েলে নেসলের কার্যক্রম স্থগিত
নেসলের লোগো। ছবি: রয়টার্স

গাজায় সংঘাত শুরু হওয়ার পর নেসলে ইসরায়েলে তাদের সকল কার্যক্রম সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দিয়েছে। নেসলে জানিয়েছে, সাময়িকভাবে ইসরায়েলে আমারা আমাদের উৎপাদনসহ সব কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত নিয়েছি।

এদিকে নেসলে ছাড়াও বেশ কিছু বহুজাতিক কোম্পানি ইসরায়েলে তাদের কার্যক্রম স্থগিত করেছে। একইসঙ্গে তাদের সকল কর্মকর্তা-কর্মচারীদেরকে হোম অফিস করতেও নির্দেশনা দিয়েছে প্রতিষ্ঠানগুলো।

নেসলের প্রধান মার্ক স্নাইডার বলেন, আমাদের মূল ভবনার বিষয় আমাদের কর্মীদের নিরাপত্তার বিষয়টি। আর তাই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে যাচ্ছি আমরা।

তবে বহুজাতিক কোম্পানিগুলো এই সংঘাতের বিষয়ে কোনও মন্তব্য করেনি। তার মধ্যে তেল কোম্পানি, পণ্য সামগ্রী বিপণন ও বাজারজাত করনের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠান সমূহ রয়েছে। আর তাদের এমন নীরবতায় বিশ্বব্যাপী ওঠেছে সমালোচনার ঝড়।

এদিকে সিলিস্তিন-ইসরায়েল ইস্যুতে শিশু খাদ্য ও ডায়াপার প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর ভূমিকা নিয়েও চলছে কঠোর সমালোচনা।

সূত্র: রয়টার্স

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ইসরায়েলে নেসলের কার্যক্রম স্থগিত

ইসরায়েলে নেসলের কার্যক্রম স্থগিত
নেসলের লোগো। ছবি: রয়টার্স

গাজায় সংঘাত শুরু হওয়ার পর নেসলে ইসরায়েলে তাদের সকল কার্যক্রম সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দিয়েছে। নেসলে জানিয়েছে, সাময়িকভাবে ইসরায়েলে আমারা আমাদের উৎপাদনসহ সব কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত নিয়েছি।

এদিকে নেসলে ছাড়াও বেশ কিছু বহুজাতিক কোম্পানি ইসরায়েলে তাদের কার্যক্রম স্থগিত করেছে। একইসঙ্গে তাদের সকল কর্মকর্তা-কর্মচারীদেরকে হোম অফিস করতেও নির্দেশনা দিয়েছে প্রতিষ্ঠানগুলো।

নেসলের প্রধান মার্ক স্নাইডার বলেন, আমাদের মূল ভবনার বিষয় আমাদের কর্মীদের নিরাপত্তার বিষয়টি। আর তাই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে যাচ্ছি আমরা।

তবে বহুজাতিক কোম্পানিগুলো এই সংঘাতের বিষয়ে কোনও মন্তব্য করেনি। তার মধ্যে তেল কোম্পানি, পণ্য সামগ্রী বিপণন ও বাজারজাত করনের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠান সমূহ রয়েছে। আর তাদের এমন নীরবতায় বিশ্বব্যাপী ওঠেছে সমালোচনার ঝড়।

এদিকে সিলিস্তিন-ইসরায়েল ইস্যুতে শিশু খাদ্য ও ডায়াপার প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর ভূমিকা নিয়েও চলছে কঠোর সমালোচনা।

সূত্র: রয়টার্স

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত