২৮ অক্টোবর বাংলাদেশের রাস্তাঘাট বন্ধ করা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছে মার্কিন দূতাবাস।
রবিবার (২২ অক্টোবর) গণামাধ্যমে পাঠানো এক খুদে বার্তায় মার্কিন দূতাবাস এ কথা জানায়।
রাতে মার্কিন দূতাবাসের মুখপাত্রের পাঠানো ওই বার্তায় বলা হয়, “রবিবার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন দূতাবাসের বৈঠকে ২৮ অক্টোবর ঢাকায় রাস্তা বন্ধের বিষয়ে আলোচনা হয়নি। রাষ্ট্রদূত হাস শান্তিপূর্ণ সমাবেশ এবং রাজনৈতিক প্রক্রিয়ায় বাধাহীনভাবে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেছেন।”
রবিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করেন ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। এতে ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির “সমাবেশ”কে কেন্দ্র করে আলোচনা হয়। বৈঠক শেষে আলোচনার বিষয়বস্তু জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
কামাল বলেন, “বৈঠকে তিনি (হাস) জানতে চেয়েছেন বিএনপি যে একটি বিরাট কর্মসূচি দিয়েছে সেখানে অনেক লোক নিয়ে আসবে, তোমরা রাস্তাঘাট বন্ধ করে দেবে কি না কিংবা তোমরা অন্য কিছু করবা কি না।” তিনি এ রকম প্রশ্ন করতে পারেন কিনা সাংবাদিকদের কাছে সে প্রশ্ন রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, “২৮ অক্টোবর রাজধানী অচল হতে দেওয়া হবে না। জনগণের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। তাদের নজরদারিও জোরদার করা হয়েছে।”
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “রাজধানীতে বড় কর্মসূচি দিয়েছে বিএনপি। সেখানে তারা লোকসমাগম করবে। এ বিষয়ে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস জানতে চেয়েছেন, বিএনপির সমাবেশ ঘিরে সরকার রাস্তাঘাট, ঢাকার প্রবেশপথ বন্ধ করে দেবে কিনা। তখন তাকে জানানো হয়েছে, সে ধরনের কোনও পরিকল্পনা সরকারের নেই। বিএনপি রাজনৈতিক কর্মসূচি দিয়েছে। আশা করছি তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করবে। এতে আমাদের কিছু বলার নেই। সরকার চায় বিএনপি তাদের রাজনৈতিক এজেন্ডা ঠিকভাবেই করবে। এমনটি হলে কিছু বলার নেই। যোগাযোগ ব্যবস্থা বন্ধ করার চিন্তা সরকারের নেই।”
এই বক্তব্য সংবাদমাধ্যমে প্রচারিত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই দূতাবাসের বক্তব্য এল।
সরকার পতনের এক দফা দাবিতে ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। এই কর্মসূচি সফল করতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে দলটি।
বিএনপির এ মহাসমাবেশকে গুরুত্ব সহকারে দেখছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।