বিএনপির সমাবেশ থেকে দলটির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে আহত পুলিশ সদস্য ও গণমাধ্যমকর্মীদের দেখতে হাসপাতালে যাচ্ছে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের একটি প্রতিনিধিদল।
কিছুক্ষণের মধ্যে প্রতিনিধিদলটি ঢাকা মেডিক্যাল হাসপাতাল ও রাজারবাগ পুলিশ হাসপাতালে আহতদের দেখতে সেখানে যাবেন তারা।
দলের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান বলেন, বিএনপির সন্ত্রাসী হামলায় আহত পুলিশ সদস্য ও গণমাধ্যমকর্মীদের চিকিৎসার খোঁজখবর নেওয়া ও তাদের পাশে থাকতে হাসপাতালে যাবেন আওয়ামী লীগের নেতারা।
উল্লেখ্য, নয়াপল্টনে বিএনপির সমাবেশে পেশাগত দায়িত্ব পালনকালে হামলার শিকার হয়েছেন বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ২০ সাংবাদিক। এ ছাড়া, ৪১ পুলিশ সদস্য আহত হয়েছেন, এর মধ্যে একজন মারা গেছেন।