আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরে বেশ ছন্দে আছে স্বাগতিক ভারত। টানা ছয় জয়ে এরই মধ্যে সেমিফাইনালে পা দিয়ে রেখেছে রোহিত শর্মার দল। বৃহস্পতিবার (২ নভেম্বর) মুম্বাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে জিতলেই শেষ চার নিশ্চিত হবে টিম ইন্ডিয়ার। এদিকে ভারত ম্যাচের টিকিট নিয়ে রীতিমতো তুলকালাম কাণ্ড ঘটেছে কলকাতায়।
চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত সেরা দুই দল ভারত ও দক্ষিণ আফ্রিকা। পয়েন্ট টেবিলের শীর্ষস্থান নিয়ে রীতিমতো স্নায়ুযুদ্ধে মেতেছে দুই দল।
বুধবার (১ নভেম্বর) নিউজিল্যান্ডের বিপক্ষে ১৯০ রানের বড় জয়ে টেবিলের শীর্ষে উঠে এসেছে প্রোটিয়ারা। তবে লঙ্কানদের বিপক্ষে জয় পেলেই ‘সাতে সাত’ জয়ে শীর্ষস্থান ফিরে পাবে স্বাগতিকরা।
অন্যদিকে আগামী ৫ নভেম্বর (রোববার) কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হবে ভারত এবং দক্ষিণ আফ্রিকা। ওই ম্যাচের টিকিটের চাহিদা এখন তুঙ্গে।
এমন পরিস্থিতিতেই পশ্চিমবঙ্গ ক্রিকেট সংস্থার (সিএবি) কর্মকর্তাদের বিরুদ্ধে টিকিট কালোবাজারির অভিযোগ তুলেছেন এক ব্যক্তি। ময়দান থানায় অভিযোগও জানিয়েছেন তিনি।
ওই ক্রীড়াপ্রেমীর অভিযোগ, অনলাইনে যে সংস্থা বিশ্বকাপের ম্যাচগুলোর টিকিট বিক্রি করছে, তারা ও তাদের সঙ্গে রাজ্য ক্রিকেট সংস্থা এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কর্মকর্তারা টিকিট সরিয়ে দিয়েছেন। সেই টিকিট কালোবাজারে চলে গেছে।
এদিকে অভিযোগের তদন্ত শুরু করেছে ময়দান থানা। বৃহস্পতিবার (২ নভেম্বর) সিএবির কর্মকর্তাদের ময়দান থানায় ডেকে পাঠানো হয়েছে। অন্যদিকে অনলাইন সংস্থার কর্তাদেরও ডেকে পাঠিয়েছে পুলিশ।
জানা গেছে, সিএবি এবং ওই সংস্থাকে ইতিমধ্যেই চিঠি পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদ করার জন্যও ডেকে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, এর আগে ভারত ও দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিট কালোবাজারির অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার হয়েছিলেন। ওই সময়ে তার থেকে ২০টি টিকিট উদ্ধার করেছিল পুলিশ। দুই হাজার ৫০০ রুপির টিকিট ১১ হাজার রুপিতে বিক্রি করছিলেন তিনি।