হত্যা ও নাশকতার মামলার বিষয়গুলো তদন্তাধীন: আইজিপি

ন্যাশনাল ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
হত্যা ও নাশকতার মামলার বিষয়গুলো তদন্তাধীন: আইজিপি
আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ব‌লে‌ছেন, হত্যা ও নাশকতার মামলার বিষয়গুলো তদন্তাধীন। তদন্তে যার বিরুদ্ধে যে তথ্য পাওয়া গেছে সে মামলা আমরা দিচ্ছি। নাশকতার মামলায় গ্রেফতার করা হয়েছে। এখন তাদের বিরুদ্ধে যদি হত্যা মামলার তথ্য পাওয়া যায়, তবে তাকে ওই মামলায়ও গ্রেফতার দেখানো হবে।

বিএনপির শীর্ষ তিন নেতার বিরুদ্ধে হত্যা মামলা থাকার পরও নাশকতার মামলায় গ্রেফতার করার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে রাজধানীর গুলিস্তানে শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের আইজিপি বলেন, আমরা পেশাদারিত্বের সঙ্গে যেভাবে দায়িত্ব পালন করি গত ২৮ অক্টোবরও আমরা সেভাবেই দায়িত্ব পালনে প্রস্তুত ছিলাম।

তিনি আরও বলেন, আমরা নিরাপত্তা দিচ্ছিলাম হঠাৎ করেই দেখি কিছু বাসে আগুন দেওয়া শুরু হলো। পথচারীদের ওপর আক্রমণ, কিছু রাজনৈতিক কর্মীদের ওপর আক্রমণ শুরু হয়। এটা যখন শুরু হয়, তখন একজন মানুষের জানমালের নিরাপত্তা দেয়া পুলিশের কর্তব্য।

হামলায় পুলিশ সদস্য নিহত ও আহত হওয়ায় পুলিশের মনোবলে কোনো প্রভাব পড়বে কি না এমন প্রশ্নে আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ বাহিনী দেড়শ বছরের। আইনশৃঙ্খলা রক্ষায় আমরা সাহসিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছি। সেই অভিজ্ঞতা থেকেই আগামী দিনেও আমরা আমাদের দায়িত্ব থেকে পিছপা হবো না। আমাদের যেই প্রশিক্ষণ ও সামর্থ্য আছে সেটি দিয়ে বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্যের মনোবল অটুট ও চাঙ্গা আছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

হত্যা ও নাশকতার মামলার বিষয়গুলো তদন্তাধীন: আইজিপি

হত্যা ও নাশকতার মামলার বিষয়গুলো তদন্তাধীন: আইজিপি
আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ব‌লে‌ছেন, হত্যা ও নাশকতার মামলার বিষয়গুলো তদন্তাধীন। তদন্তে যার বিরুদ্ধে যে তথ্য পাওয়া গেছে সে মামলা আমরা দিচ্ছি। নাশকতার মামলায় গ্রেফতার করা হয়েছে। এখন তাদের বিরুদ্ধে যদি হত্যা মামলার তথ্য পাওয়া যায়, তবে তাকে ওই মামলায়ও গ্রেফতার দেখানো হবে।

বিএনপির শীর্ষ তিন নেতার বিরুদ্ধে হত্যা মামলা থাকার পরও নাশকতার মামলায় গ্রেফতার করার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে রাজধানীর গুলিস্তানে শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের আইজিপি বলেন, আমরা পেশাদারিত্বের সঙ্গে যেভাবে দায়িত্ব পালন করি গত ২৮ অক্টোবরও আমরা সেভাবেই দায়িত্ব পালনে প্রস্তুত ছিলাম।

তিনি আরও বলেন, আমরা নিরাপত্তা দিচ্ছিলাম হঠাৎ করেই দেখি কিছু বাসে আগুন দেওয়া শুরু হলো। পথচারীদের ওপর আক্রমণ, কিছু রাজনৈতিক কর্মীদের ওপর আক্রমণ শুরু হয়। এটা যখন শুরু হয়, তখন একজন মানুষের জানমালের নিরাপত্তা দেয়া পুলিশের কর্তব্য।

হামলায় পুলিশ সদস্য নিহত ও আহত হওয়ায় পুলিশের মনোবলে কোনো প্রভাব পড়বে কি না এমন প্রশ্নে আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ বাহিনী দেড়শ বছরের। আইনশৃঙ্খলা রক্ষায় আমরা সাহসিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছি। সেই অভিজ্ঞতা থেকেই আগামী দিনেও আমরা আমাদের দায়িত্ব থেকে পিছপা হবো না। আমাদের যেই প্রশিক্ষণ ও সামর্থ্য আছে সেটি দিয়ে বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্যের মনোবল অটুট ও চাঙ্গা আছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত