সিরাজগঞ্জে একই সিএনজি পরপর দুইবার সংঘর্ষের পর তৃতীয় বার মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক দুজন নিহত হয়েছে। এঘটনায় আরো ৪ জন আহত হয়েছে। মঙ্গলবার সকালে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের সদর উপজেলার চিলগাছা বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- কাজিপুর উপজেলা ক্ষুদবান্ধি গ্রামের মৃত সিদ্দিক হোসেনের অটোরিকশার চালক আনোয়ার হোসেন (৪২) ও সদর উপজেলার কুড়ালিয়া গ্রামের লালচানের ছেলে মোটরসাইকেলের আরোহী ফজলুর রহমান (৩০)।
সদর থানার উপ-পরিদর্শক রেজাউল করিম জানান, সিরাজগঞ্জ শহর থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা কাজিপুর যাবার পথে প্রথমে গজারিজা ব্রীজের উপর একটি মোটর সাইকেলের সঙ্গে দুর্ঘটনা ঘটিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাচ্ছিল। পথিমধ্যে চিলগাছা বাজারে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানকে ধাক্কা দিয়ে আবারো পালিয়ে যাবার সময় ফের বাজারের ৫০গজ অদুরে একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক আনোয়ার হোসেন মারা যান।
আহত হন মোটরসাইকেলের আরোহী ফজলুল হক ও ইজিবাইকের তিনযাত্রী ও ভ্যানচালক। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিলে ফজলুল হক মারা যায়। তবে দুর্ঘটার বিষয়ে অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের হস্তান্তর করা হয়েছে।