নড়াইলে জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ উদ্যোগে শনিবার (৪ নভেম্বর) সকালে র্যালি জাতীয় পতাকা, সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা সমবায় অফিসার আসলাম আলী ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। এ সময় আরো বক্তব্য দেন পুলিশ সুপার সাদিরা খাতুন,জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ইসমত আরা,বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলুনহ প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।