ঘরের মাঠে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। যেখানে টাই হওয়া ম্যাচটি গড়িয়েছিল সুপার ওভারে। আর সেখানেই সফরকারীদের হারের তেতো স্বাদ দিয়েছে টাইগ্রেসরা। এ জয়ে সিরিজে ১-১ ব্যবধানে সমতা ফিরিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।
মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ১৬৯ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের মেয়েরা। রান তাড়া করতে নেমে ৪৯.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ম্যাচ টাই করে সফরকারীরা। এতে ম্যাচটি গড়ায় সুপার ওভারে। যেখানে রুদ্ধশ্বাস জয় তুলে নিয়েছে স্বাগতিকরা।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে উড়ন্ত শুরু পায় পাকিস্তান। আদাফ শামসের ব্যাট থেকে এসেছে ২৯ রান। আরেক ওপেনার সিধরা আমিন করেছেন ২২ রান।
নিধা-ইরামরাও চেষ্টা করেছেন তবে কেউই ইনিংস বড় করতে পারেননি। আর নিয়মিত বিরতিতে উইকেট তুলে সবসময়ই ম্যাচে ছিল বাংলাদেশ।
এর আগে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগ্রেস ওপেনার নিগার সুলতানা জ্যোতি। দলটির হয়ে ইনিংস উদ্বোধনে নামেন ফারজানা হক ও মুর্শিদা খাতুন। তাদের ব্যাটে ভালো শুরু পায় বাংলাদেশ।
এদিন হাফ সেঞ্চুরি পেতে পারতেন মুর্শিদা। তবে ৪০ রান করে রান আউটে কাটা পড়েন এই ওপেনার। তিনে নেমে উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি সোবহানা মোস্তারী। এই টপ অর্ডার ব্যাটার ফিরেছেন ১৬ রান করে।
শেষ পর্যন্ত জ্যোতির ৫৪ রানের ইনিংসে ভর করে লড়াই করার পুঁজি পায় বাংলদেশ।