সিলেট রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা উপবন ট্রেনের একটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২২ নভেম্বর) রাত ১০ টার দিকে এ ঘটনা ঘটে।
সিলেট রেলওয়ের স্টেশনের মাস্টার নুরুল ইসলাম বিষয়টি গণমাধ্যম নিশ্চিত করেছেন।
জানা যায়, সিলেট রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি বগিতে হঠাৎ ধোঁয়া দেখতে পান লোকজন। পরে রেলওয়ের লোকজন ফায়ার সার্ভিসে খবর দিলে তারা আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
সিলেট রেলওয়ের পুলিশ সুপার শেখ শরিফুল ইসলাম জানান, রাত ১০ টার দিকে সিলেট রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে দাঁড়িয়ে থাকা উপবন এক্সপ্রেসে আগুন দেখতে পেয়ে রেলওয়ে সংশ্লিষ্ট লোকজন ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীদের আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় স্টেশনে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে যান। আগুনে ‘খ’ বগির প্রায় ২৩টি সিট পুড়ে যায়। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি হয়ত দুর্বৃত্তরা এই ঘটনা ঘটিয়েছে। এই বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।