ফরিদপুরের ভাঙ্গায় ডেলিভারির সময় ১৮০০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে টাস্কফোর্স। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) ভাঙ্গা উপজেলার পৌরসভার ৮ নং ওয়ার্ডের হোগলাডাঙ্গি সদরদী থেকে তাদের আটক করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও উপজেলা নির্বাহী অফিসারের যৌথ টিম।
ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো. আজিম উদ্দিন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শামীম হোসেনের নেতৃত্বাধীন টিম গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালিয়ে ইয়াবার চালান ডেলিভারি দেওয়ার সময় এই তিন সদস্যকে আটক করে।
আটককৃতরা হলেন, ভাঙ্গা উপজেলার ডাঙ্গারপার এলাকার নান্নু শিকদারের পুত্র হাবিব শিকদার(৩০) কক্সবাজার রামুর বাদশা মিয়ার পুত্র ওমর ফারুক (৩২) ও তার স্ত্রী মরিয়ম আক্তার (২৮)।
এই বিষয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শামীম হোসেন বলেন, আটককৃত ২ জন কক্সবাজার থেকে এসে পাইকারি বিক্রি করতে ভাঙ্গায় আসেন হাবিব শিকদার নামে খুচরা বিক্রেতার কাছে, গোপন সংবাদের ভিত্তিতে তিন জনকে আটক করে ভাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কোর্টে প্রেরণ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।