রাজধানীর হাতিরঝিল থানাধীন মগবাজার ফ্লাইওভারের ওপরে মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহতের পরিচয় জানা সম্ভব হয়নি। বৃদ্ধার বয়স আনুমানিক ৭০ বছর।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদুর রহমান।
তিনি বলেন, “মোটরসাইকেলের ধাক্কায় ওই নারী গুরুতর আহত হন। শাহাদাত নামে এক যুবক তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর বৃদ্ধাকে মৃত ঘোষণা করেন।”
এ ঘটনায় মোটরসাইকেলসহ চালক হেফাজতে রয়েছে।
পুলিশের ওই কর্মকর্তা বলেন, “নিহত ওই নারী ভবঘুরে টাইপের। তার পরনে ছিল পেটিকোট ও কামিজ। নিহতের পরিচয় জানার জন্য সিআইডি ফিঙ্গার প্রিন্ট নিয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।”