মশাবাহিত রোগ ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এনিয়ে এ বছর এতে মৃতের সংখ্যা দাঁড়ালো ১,৬২৮ জনে।
শুক্রবার (১ ডিসেম্বর) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টার হালনাগাদ তথ্যে এ কথা জানানো হয়।
এই সময়ের মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৬৮ জন।
ঢাকায় ৮৮৮ জনসহ মোট ৩,৩৫৮ জন ডেঙ্গু রোগী এখন সারাদেশের হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
স্বাস্থ্য অধিদপ্তর ১ ডিসেম্বর পর্যন্ত ৩,১২,৩৫৯ জন ডেঙ্গু আক্রান্ত ও ৩,০৭,৩৭৩ জন সুস্থ হয়েছেন বলে জানায়।
এ বছরের সেপ্টেম্বর মাসে ডেঙ্গুর প্রাদুর্ভাব সবচেয়ে মারাত্মক ছিল। ওই মাসে ৩৯৬ জনের মৃত্যু ও ৭৯,৫৯৮ জন আক্রান্ত হন।