বুদ্ধিজীবী হত্যাকারীদের দেশে ফেরানোর চেষ্টা চলছে :পররাষ্ট্র মন্ত্রণালয়

ন্যাশনাল ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
বুদ্ধিজীবী হত্যাকারীদের দেশে ফেরানোর চেষ্টা চলছে :পররাষ্ট্র মন্ত্রণালয়
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিন

মুক্তিযুদ্ধের সময় বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে জড়িতদের মধ্যে বিদেশে অবস্থানরতদের দেশে ফেরানোর চেষ্টা করছে সরকার।

রবিবার (১০ ডিসেম্বর) নিয়মিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক সেহেলী সাবরীন এ বিষয়টি জানান।

তিনি জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি চৌধুরী মাইন উদ্দিন ও আশরাফুজ্জামান খানকে ফেরত আনার চেষ্টা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

স্বাধীনতা যুদ্ধের সময় বিশ্ববিদ্যালয় শিক্ষক, সাংবাদিক এবং ডাক্তারদের হত্যাকাণ্ডের জন্য চৌধুরী মাইন উদ্দিন এবং আশরাফুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দেন ঢাকার আন্তর্জাতিক অপরাধ আদালত। প্রায় এক দশক আগে এই রায় হলেও আসামিরা দেশের বাইরে থাকার কারণে সেটি কার্যকর হয়নি।

জানা গেছে, চৌধুরী মাইন উদ্দিন গেল কয়েক দশক ধরে ব্রিটেনে এবং আশরাফুজ্জামান খান যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।

আদালতের রায়ে বলা হয়েছিল, “এই দুই জনের বিরুদ্ধে আনা ১১টি অভিযোগের সবগুলোই সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।”

সংবাদ সম্মেলনে সেহেলী সাবরীন বলেন, “পাকিস্তানি সামরিক শাসকগোষ্ঠীর নির্দেশনা এবং পৃষ্ঠপোষকতায় রাজাকার ও আলবদর বাহিনী এই জঘন্য কর্মকাণ্ড সংঘটিত করে। এই নৃশংস হত্যাকাণ্ডের মূলহোতা চৌধুরী মাইন উদ্দিন ও আশরাফুজ্জামান খানকে দেশে ফেরত আনার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় সর্বদা যে দেশে তারা আছেন ওই দেশের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছে এবং আইনি প্রক্রিয়াও চলমান রয়েছে।”

তিনি বলেন, “যেহেতু এটি একটি আইনি প্রক্রিয়া এবং চলমান আছে, সেজন্য আপনাদের সব তথ্য জানানো যাচ্ছে না।”

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বুদ্ধিজীবী হত্যাকারীদের দেশে ফেরানোর চেষ্টা চলছে :পররাষ্ট্র মন্ত্রণালয়

বুদ্ধিজীবী হত্যাকারীদের দেশে ফেরানোর চেষ্টা চলছে :পররাষ্ট্র মন্ত্রণালয়
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিন

মুক্তিযুদ্ধের সময় বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে জড়িতদের মধ্যে বিদেশে অবস্থানরতদের দেশে ফেরানোর চেষ্টা করছে সরকার।

রবিবার (১০ ডিসেম্বর) নিয়মিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক সেহেলী সাবরীন এ বিষয়টি জানান।

তিনি জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি চৌধুরী মাইন উদ্দিন ও আশরাফুজ্জামান খানকে ফেরত আনার চেষ্টা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

স্বাধীনতা যুদ্ধের সময় বিশ্ববিদ্যালয় শিক্ষক, সাংবাদিক এবং ডাক্তারদের হত্যাকাণ্ডের জন্য চৌধুরী মাইন উদ্দিন এবং আশরাফুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দেন ঢাকার আন্তর্জাতিক অপরাধ আদালত। প্রায় এক দশক আগে এই রায় হলেও আসামিরা দেশের বাইরে থাকার কারণে সেটি কার্যকর হয়নি।

জানা গেছে, চৌধুরী মাইন উদ্দিন গেল কয়েক দশক ধরে ব্রিটেনে এবং আশরাফুজ্জামান খান যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।

আদালতের রায়ে বলা হয়েছিল, “এই দুই জনের বিরুদ্ধে আনা ১১টি অভিযোগের সবগুলোই সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।”

সংবাদ সম্মেলনে সেহেলী সাবরীন বলেন, “পাকিস্তানি সামরিক শাসকগোষ্ঠীর নির্দেশনা এবং পৃষ্ঠপোষকতায় রাজাকার ও আলবদর বাহিনী এই জঘন্য কর্মকাণ্ড সংঘটিত করে। এই নৃশংস হত্যাকাণ্ডের মূলহোতা চৌধুরী মাইন উদ্দিন ও আশরাফুজ্জামান খানকে দেশে ফেরত আনার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় সর্বদা যে দেশে তারা আছেন ওই দেশের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছে এবং আইনি প্রক্রিয়াও চলমান রয়েছে।”

তিনি বলেন, “যেহেতু এটি একটি আইনি প্রক্রিয়া এবং চলমান আছে, সেজন্য আপনাদের সব তথ্য জানানো যাচ্ছে না।”

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত