সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলী আসলামের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন এক ভুক্তভোগী নারী।
কাজিপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, রবিবার রাতে ভুক্তভোগী ওই নারী নিজে বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আসামি আসলাম পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারী যুবলীগ নেতা আলী আসলামের স্ত্রীর বান্ধবী। এই সুবাদে যুবলীগ নেতার বাসায় ওই নারীর যাতায়াত ছিল। এ অবস্থায় উভয়ের মধ্যে সম্পর্ক গড়ে উঠে। চলতি বছরের ৩০ এপ্রিল যুবলীগ নেতার স্ত্রী বাড়িতে স্ত্রী না থাকায় ওই নারীকে বাড়িতে ডেকে নিয়ে বিয়ের প্রলোভনে তাকে ধর্ষণ করেন আসলাম। এরপরও তাকে একাধিকবার ধর্ষণ করা হয়। পরে তাকে বিয়ে করতে টালবাহানা শুরু করেন আসলাম। এ অবস্থায় গত ১৭ নভেম্বর আসলামের বাড়িতে অনশন করেন এবং বিভিন্ন বক্তব্য ফেসবুকে প্রচার করেন ওই নারী। পরে কাজি অফিসে নিয়ে যাওয়ার কথা বলে স্ট্যাম্পে জোরপূর্বক ওই নারীর স্বাক্ষর নেন যুবলীগ নেতা। এ অবস্থায় গত শনিবার ওই ভুক্তভোগী নারী নিজ বাড়িতে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন। পরে তাকে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরিদুল ইসলাম সোমবার বিকেলে জানান, কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা করলেও ওই নারী এখন আশংকামুক্ত। হাসপাতালে ভর্তি রেখে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক রাশেদ ইউসুফ জুয়েল জানান, আসলাম লিখিতভাবে বিষয়টি আমাদের জানিয়েছেন। স্থানীয়দের ইন্ধনে মেয়েটি তার বিরুদ্ধে ফেসবুক লাইভে ধর্ষণের অভিযোগ করেন। পরে তিনি সেই অভিযোগ প্রত্যাহার করে নেন। মামলার বিষয়টি এখনও আমরা জানিনা।
এ বিষয়ে জানতে যুবলীগ নেতা আলী আসলামের মোবাইলে বারবার কল দিলেও তিনি রিসিভ করেননি।