বিএনপির ডাকা অবরোধের আগের রাতে রাজধানীতে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (১১ ডিসেম্বর) রাত ৯টা ৪৭ মিনিটে টিকাটুলি রাজধানী সুপার মার্কেটের সামনে একটি বাসে আগুন দেওয়া হয়।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার কর্মকর্তা শাহজাহান সিকদার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ডেল্টা লাইফ ইন্সুরেন্সের একটি স্টাফ বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে সূত্রাপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপণ করে। তবে এতে কেউ হতাহত হয়নি।