বরিশাল -৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া টিপু এমপি বলেছেন স্কুল জ্ঞান অর্জনের শ্রেষ্ঠ স্থান। দক্ষ হাতে স্কুল পরিচালনা করা হলে শিক্ষার মান উন্নয়ন হবে এবং দক্ষ জনশক্তি গড়ে উঠবে।
এসময় সকল অভিভাবকদের তাদের সন্তানের শিক্ষার বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান। শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার কলেজ গেট এলাকায় মাস্টারমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুল’ নামে নতুন একটি বেসরকারি বিদ্যালয়ের উদ্বোধন আনুষ্ঠানে এই সব কথা বলেন।
বিদ্যালয়ের সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ আরিফুল ইসলাম এর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নুসরাত ফাতিমা, বাবুগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহাবুবুর রহমান, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ মকিতুর রহমান কিসলু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল আহমেদ আজাদ।
উপস্থিত ছিলেন বাবুগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এস এম খলিলুর রহমান, উপাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ গোলাম হোসেন, বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি মোঃ জহিরুল হাসান অরুণ প্রমূখ।