রাজধানীর গুলিস্তান টোল প্লাজার পাশে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট। পরে রাত ৯টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয় ফায়ার সার্ভিসের সদস্যরা। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয়রা জানায়, হঠাৎ করে দুর্বৃত্তরা রজনীগন্ধা পরিবহণের বাসে আগুন দেয়। পরে খবর পেয়ে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ২টি ইউনিট কাজ করে। আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে আগামীকাল রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অবরোধ কর্মসূচি পালন করবে বিএনপি-জামায়াতসহ কয়েকটি দল।