নির্বাচনের ভোটের দিন যতই এগিয়ে আসছে, টাঙ্গাইলের প্রার্থীদের প্রচারণা ততই বাড়ছে। টাঙ্গাইল-৫ (সদর) আসনে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন জাতীয় পার্টির প্রার্থী মো. মোজাম্মেল হক।
লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদিন চলছে বিরামহীন নির্বাচনি প্রচারণা। টাঙ্গাইলের একটি পৌরসভা ও ১২টি ওয়ার্ডে তিনি সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন। এবারের নির্বাচনে বিজয়ী হওয়ার ব্যাপারেও আশাবাদী মোজাম্মেল।
নির্বাচন কার্যালয় সূত্র জানায়, সদর উপজেলা নিয়ে টাঙ্গাইল-৫ আসন গঠিত। এ আসনে ৪ লাখ ৩৪ হাজার ৫১৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ২ লাখ ১৮ হাজার ২৯৭ জন ও নারী ভোটার ২ লাখ ১৬ হাজার ২২১ জন।
মোজাম্মেল হক ছাড়াও আওয়ামী লীগের প্রার্থী মামুন অর রশিদসহ ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সব প্রার্থী গণসংযোগ ও ভোট প্রার্থনায় ব্যস্ত সময় পার করছেন।
মোজাম্মেল হক বলেন, আমি সব সময় তৃণমূল মানুষের পাশে থেকেছি। তাদের সুখ-দুঃখ দেখেছি। সাধারণ মানুষের চাহিদা মোতাবেক আমি কাছে থাকার চেষ্টা করেছি। এবারের নির্বাচনে আমি ব্যাপক সাড়া পাচ্ছি। ভোটাররা আমাকে সংসদ সদস্য নির্বাচিত করতে চান। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।