নারায়ণগঞ্জ নগরীর বরফকল এলাকায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।
শনিবার (৩ জানুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে এই আগুন লাগে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখর উদ্দিন আহমেদ।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
এ বিষয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ডিউটি অফিসার বলেন, “বিআইডব্লিউটিএ এর গুদামে একটি পাইপ লাইনে আগুন লেগেছে। দুপুর ১টা ১৮ মিনিটে ঘটনা ঘটে। আমাদের স্টেশন থেকে একটি ইউনিট গিয়েছে। এখনও আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।”