জাহাঙ্গীরনগরে ধর্ষণ নিয়ে জাতীয় সংসদে আলোচনা

ডেস্ক এডিটর এজেড নিউজ বিডি, ঢাকা
জাহাঙ্গীরনগরে ধর্ষণ নিয়ে জাতীয় সংসদে আলোচনা
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) একটি আবাসিক হলে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে জাতীয় সংসদে আলোচনা হয়েছে। এই ধর্ষণের ঘটনা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে যথাসময়ে বিচারের দাবি জানিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ মুজিবুল হক।

সোমবার (৫ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে এ দাবি জানান তিনি। এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

জাপার মহাসচিব মুজিবুল হক বলেন, এর আগেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এ ধরনের ঘটনা ঘটেছে। উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের ঘটনা, এত অধঃপতন কেন হলো। নানা কারণে সঠিক সময়ে এ ধরনের ঘটনার বিচার হয় না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কি শিক্ষার পরিবেশ ভালো নয়?

তিনি প্রশ্ন রেখে বলেন, এই বিশ্ববিদ্যালয়ে কি ছাত্রদের হুইপিং করা হয় না? অনেক বিশ্ববিদ্যালয় আছে, সেখানে এমন ঘটনা নেই। কেন এমন ঘটনা ঘটে তা দেখার জন্য শিক্ষামন্ত্রীর প্রতি অনুরোধ জানান তিনি।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে চুন্নু বলেন, যথাসময়ে যথাযথ বিচারের ব্যবস্থা করুন।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাহাঙ্গীরনগরে ধর্ষণ নিয়ে জাতীয় সংসদে আলোচনা

জাহাঙ্গীরনগরে ধর্ষণ নিয়ে জাতীয় সংসদে আলোচনা
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) একটি আবাসিক হলে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে জাতীয় সংসদে আলোচনা হয়েছে। এই ধর্ষণের ঘটনা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে যথাসময়ে বিচারের দাবি জানিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ মুজিবুল হক।

সোমবার (৫ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে এ দাবি জানান তিনি। এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

জাপার মহাসচিব মুজিবুল হক বলেন, এর আগেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এ ধরনের ঘটনা ঘটেছে। উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের ঘটনা, এত অধঃপতন কেন হলো। নানা কারণে সঠিক সময়ে এ ধরনের ঘটনার বিচার হয় না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কি শিক্ষার পরিবেশ ভালো নয়?

তিনি প্রশ্ন রেখে বলেন, এই বিশ্ববিদ্যালয়ে কি ছাত্রদের হুইপিং করা হয় না? অনেক বিশ্ববিদ্যালয় আছে, সেখানে এমন ঘটনা নেই। কেন এমন ঘটনা ঘটে তা দেখার জন্য শিক্ষামন্ত্রীর প্রতি অনুরোধ জানান তিনি।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে চুন্নু বলেন, যথাসময়ে যথাযথ বিচারের ব্যবস্থা করুন।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত