মেট্রোরেলে ঘুড়ি আটকানোর ঘটনায় কারাগারে দুইজন

ন্যাশনাল ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
মেট্রোরেলে ঘুড়ি আটকানোর ঘটনায় কারাগারে দুইজন
ছবি: সংগৃহীত

ঘুড়ি আটকে যাওয়ায় বুধবার মতিঝিল থেকে উত্তরা পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। বিষয়টি সমাধানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চায় মেট্রোরেল কর্তৃপক্ষ। এরপর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে আটক করে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ছয়জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক।

তিনি বলেন, “চারজনের বয়স কম হওয়ায় পরিবারের থেকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি দুইজনকে ঘুড়ি বিক্রি ও ওড়ানোর দায়ে আটক দেখানো হয়েছে। তাদের বিরুদ্ধে কোম্পানি আইনে মামলা দায়ের করা হয়েছে। অভিযান চালিয়ে ৭,০০০ ঘুড়ি জব্দ করা হয়েছে।”

উল্লেখ্য, ১৪ ফেব্রুয়ারি মিরপুরের কাজীপাড়া এলাকায় মেট্রোরেলের বৈদ্যুতিক তারে ঘুড়ি আটকে প্রায় ৪০ মিনিট যাত্রীসেবা বন্ধ ছিল।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মেট্রোরেলে ঘুড়ি আটকানোর ঘটনায় কারাগারে দুইজন

মেট্রোরেলে ঘুড়ি আটকানোর ঘটনায় কারাগারে দুইজন
ছবি: সংগৃহীত

ঘুড়ি আটকে যাওয়ায় বুধবার মতিঝিল থেকে উত্তরা পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। বিষয়টি সমাধানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চায় মেট্রোরেল কর্তৃপক্ষ। এরপর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে আটক করে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ছয়জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক।

তিনি বলেন, “চারজনের বয়স কম হওয়ায় পরিবারের থেকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি দুইজনকে ঘুড়ি বিক্রি ও ওড়ানোর দায়ে আটক দেখানো হয়েছে। তাদের বিরুদ্ধে কোম্পানি আইনে মামলা দায়ের করা হয়েছে। অভিযান চালিয়ে ৭,০০০ ঘুড়ি জব্দ করা হয়েছে।”

উল্লেখ্য, ১৪ ফেব্রুয়ারি মিরপুরের কাজীপাড়া এলাকায় মেট্রোরেলের বৈদ্যুতিক তারে ঘুড়ি আটকে প্রায় ৪০ মিনিট যাত্রীসেবা বন্ধ ছিল।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত