ভারতে রেস্টুরেন্টে বিস্ফোরণে আহত ৮

আন্তর্জাতিক ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
ভারতে রেস্টুরেন্টে বিস্ফোরণে আহত ৮
ছবি: সংগৃহীত

ভারতের বেঙ্গালুরুর কুন্দালাহাল্লির রামেশ্বরম ক্যাফেতে (ছোট রেস্টুরেন্ট) বিস্ফোরণে অন্তত আটজন আহত হয়েছেন।

শুক্রবার (১ মার্চ) দুপুর ১টা নাগাদ সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটে। আহত আটজনের মধ্যে তিনজন রেস্টুরেন্টটির কর্মী।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

পুলিশ জানিয়েছে, দুপুরের খাবারের সময় রামেশ্বরম রেস্টুরেন্ট বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি। রেস্টুরেন্টটি যে এলাকায় রয়েছে, সেটি ঘিরে ফেলেছে পুলিশ। ঘটনাস্থলে পৌঁছেছেন বোম্ব স্কোয়াড ও দমকলকর্মীরা। তবে তদন্ত কমিটি এটি খতিয়ে দেখছে।

রামেশ্বরম রেস্টুরেন্টের সহ-প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক দিব্যা রাঘবেন্দ্র রাও বলেন, “১০ সেকেন্ডের ব্যবধানে পরপর দুইটি বিস্ফোরণ হয়েছে। এই বিস্ফোরণে একজন কাস্টমারসহ তিনজন কর্মী আহত হয়েছেন।”

তিনি বলেন, “আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা সবাই আশঙ্কামুক্ত রয়েছেন।”

তদন্তের সুবিধা বিবেচনা করে তিনি আরও বলেন, “রেস্টুরেন্টে ক্লোজড সার্কিট টেলিভিশন (সিসিটিভি) আছে। সেটির ভিডিও চিত্র পর্যবেক্ষণ করা যাবে। এটি ঘটনার কারণ খুঁজতে সাহায্য করবে।”

সিসিটিভির ভিডিও চিত্রে দেখা গেছে, রেস্টুরেন্টের ভেতরের একটি পিলারে বিস্ফোরণের দাগ পড়েছে।

রামেশ্বরম রেস্টুরেন্টটি সেখানে বেশ জনপ্রিয়। তার হোয়াইটফিল্ড শাখায় বিস্ফোরণ ঘটেছে। দিন কয়েক আগে এই রোস্তোরাঁয় গিয়েছিলেন অভিনেতা কার্তিক আরিয়ান। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ছবি পোস্ট করেছিলেন তিনি।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ভারতে রেস্টুরেন্টে বিস্ফোরণে আহত ৮

ভারতে রেস্টুরেন্টে বিস্ফোরণে আহত ৮
ছবি: সংগৃহীত

ভারতের বেঙ্গালুরুর কুন্দালাহাল্লির রামেশ্বরম ক্যাফেতে (ছোট রেস্টুরেন্ট) বিস্ফোরণে অন্তত আটজন আহত হয়েছেন।

শুক্রবার (১ মার্চ) দুপুর ১টা নাগাদ সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটে। আহত আটজনের মধ্যে তিনজন রেস্টুরেন্টটির কর্মী।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

পুলিশ জানিয়েছে, দুপুরের খাবারের সময় রামেশ্বরম রেস্টুরেন্ট বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি। রেস্টুরেন্টটি যে এলাকায় রয়েছে, সেটি ঘিরে ফেলেছে পুলিশ। ঘটনাস্থলে পৌঁছেছেন বোম্ব স্কোয়াড ও দমকলকর্মীরা। তবে তদন্ত কমিটি এটি খতিয়ে দেখছে।

রামেশ্বরম রেস্টুরেন্টের সহ-প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক দিব্যা রাঘবেন্দ্র রাও বলেন, “১০ সেকেন্ডের ব্যবধানে পরপর দুইটি বিস্ফোরণ হয়েছে। এই বিস্ফোরণে একজন কাস্টমারসহ তিনজন কর্মী আহত হয়েছেন।”

তিনি বলেন, “আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা সবাই আশঙ্কামুক্ত রয়েছেন।”

তদন্তের সুবিধা বিবেচনা করে তিনি আরও বলেন, “রেস্টুরেন্টে ক্লোজড সার্কিট টেলিভিশন (সিসিটিভি) আছে। সেটির ভিডিও চিত্র পর্যবেক্ষণ করা যাবে। এটি ঘটনার কারণ খুঁজতে সাহায্য করবে।”

সিসিটিভির ভিডিও চিত্রে দেখা গেছে, রেস্টুরেন্টের ভেতরের একটি পিলারে বিস্ফোরণের দাগ পড়েছে।

রামেশ্বরম রেস্টুরেন্টটি সেখানে বেশ জনপ্রিয়। তার হোয়াইটফিল্ড শাখায় বিস্ফোরণ ঘটেছে। দিন কয়েক আগে এই রোস্তোরাঁয় গিয়েছিলেন অভিনেতা কার্তিক আরিয়ান। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ছবি পোস্ট করেছিলেন তিনি।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত