বেইলি রোডে আগুন: হাসপাতালে ভর্তি ৬ জন এখন ভালোর দিকে

ডেস্ক এডিটর এজেড নিউজ বিডি, ঢাকা
বেইলি রোডে আগুন: হাসপাতালে ভর্তি ৬ জন এখন ভালোর দিকে

রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজে অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের মধ্যে হাসপাতালে ভর্তি ৬ জনের অবস্থা এখন অনেকটা ভালো। তাদের মধ্যে চারজন আছেন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। বাকি দুজন আছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

রাকিব (২৫), মেহেদী হাসান (২২), সুমাইয়া আকতার (৩১) ও ফারদিন (১৮) ভর্তি আছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে।

ইনস্টিটিউটের আবাসিক মেডিকেল সার্জন তরিকুল ইসলাম তাদের শারীরিক অবস্থা সম্পর্কে সোমবার (৪ মার্চ) জানান, বেইলি রোডের অগ্নিকাণ্ডে বৃহস্পতিবার রাতে আমাদের এখানে ১৪ জন রোগী এসেছিলেন। এখানে চারজন রোগী এখন পর্যন্ত ভর্তি আছে। তাদের সবারই অল্প অল্প শ্বাসকষ্ট, কাশি ও বুকে ব্যাথা আছে। তবে অনেকটাই ভালোর দিকে। আমরা পুরোপুরি কনফার্ম না হওয়ার পর্যন্ত কাউকে ছাড়ছি না।

অন্যদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন জুবায়ের আহামেদ (২৫) ও ইকবাল হোসেন (২৩)। জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক আলাউদ্দিন জানান, তারা সুস্থতার দিকে, অবজারভেশনে আছেন।

উল্লেখ্য যে, বৃহস্পতিবার রাত পৌনে দশটার দিকে বেইলি রোডের গ্রিন কোজি কটেজে অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বেইলি রোডে আগুন: হাসপাতালে ভর্তি ৬ জন এখন ভালোর দিকে

বেইলি রোডে আগুন: হাসপাতালে ভর্তি ৬ জন এখন ভালোর দিকে

রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজে অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের মধ্যে হাসপাতালে ভর্তি ৬ জনের অবস্থা এখন অনেকটা ভালো। তাদের মধ্যে চারজন আছেন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। বাকি দুজন আছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

রাকিব (২৫), মেহেদী হাসান (২২), সুমাইয়া আকতার (৩১) ও ফারদিন (১৮) ভর্তি আছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে।

ইনস্টিটিউটের আবাসিক মেডিকেল সার্জন তরিকুল ইসলাম তাদের শারীরিক অবস্থা সম্পর্কে সোমবার (৪ মার্চ) জানান, বেইলি রোডের অগ্নিকাণ্ডে বৃহস্পতিবার রাতে আমাদের এখানে ১৪ জন রোগী এসেছিলেন। এখানে চারজন রোগী এখন পর্যন্ত ভর্তি আছে। তাদের সবারই অল্প অল্প শ্বাসকষ্ট, কাশি ও বুকে ব্যাথা আছে। তবে অনেকটাই ভালোর দিকে। আমরা পুরোপুরি কনফার্ম না হওয়ার পর্যন্ত কাউকে ছাড়ছি না।

অন্যদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন জুবায়ের আহামেদ (২৫) ও ইকবাল হোসেন (২৩)। জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক আলাউদ্দিন জানান, তারা সুস্থতার দিকে, অবজারভেশনে আছেন।

উল্লেখ্য যে, বৃহস্পতিবার রাত পৌনে দশটার দিকে বেইলি রোডের গ্রিন কোজি কটেজে অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত