চৈত্র মাসেও দেশের বিভিন্ন জায়গায় কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। তবে আগামী সোমবার থেকে ফের বৃষ্টি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (২২ মার্চ) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক জানিয়েছেন, “শুক্রবার থেকে বৃষ্টি কমবে, তাপমাত্রা বৃদ্ধি পাবে। সোমবার থেকে বৃষ্টি বাড়বে। তবে কাছাকাছি সময়ে অস্বাভাবিক গরম পড়বে না।”
প্রায় ছয় দিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় দিনে এবং রাতে কমবেশি বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকায় ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
ঢাকার বাইরে কক্সবাজার, কুড়িগ্রামের রাজারহাট, কক্সবাজারের টেকনাফ, বান্দরবানসহ বিভিন্ন জায়গায় কমবেশি বৃষ্টি হয়েছে।
মার্চ মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, দুই-তিনদিন বজ্রসহ বৃষ্টি হতে পারে। মাসের শেষ দিকে কালবৈশাখী ছাড়াও মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ দিন সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।
শুক্রবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। দেশের সর্বোচ্চ ৩২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল নীলফামারীর সৈয়দপুরে।