দেশজুড়ে আরও ১,৩৩৩টি শহর ও ইউনিয়ন ভূমি অফিস হবে

ডেস্ক এডিটর এজেড নিউজ বিডি, ঢাকা
দেশজুড়ে আরও ১,৩৩৩টি শহর ও ইউনিয়ন ভূমি অফিস হবে
ভূমি অফিস।ছবি: সংগৃহীত

দেশজুড়ে আরও ১,৩৩৩টি শহর ও ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ করা হবে। বৃহস্পতিবার (২৮ মার্চ) ভূমি মন্ত্রণালয়ের এক বিশেষ প্রকল্প পর্যালোচনা সভায় এ তথ্য জানানো হয়েছে বলে ভূমি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দের সভাপতিত্বে ভূমি ভবনে সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, ভূমি মন্ত্রণালয় ঢাকার সাভারে বাংলাদেশ জরিপ ও সেটেলমেন্ট প্রশিক্ষণ একাডেমি স্থাপনের পরিকল্পনা নিয়েছে। এরই মধ্যে তিন হাজারের বেশি জনবল নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর। এই প্রশিক্ষণ একাডেমি স্থাপনের ফলে ভূমি খাতের সেটেলমেন্ট ও জরিপ বিভাগে দক্ষ জনবল তৈরি সম্ভব হবে।

এছাড়া সারাদেশে আরও ১,৩৩৩টি শহর ও ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ করা হবে। এরই মধ্যে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) এক হাজার ৫৯২ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি অনুমোদন করেছে। এছাড়া সারাদেশে ১০৪৩টি শহর ও ইউনিয়ন ভূমি অফিসের নির্মাণ কাজ শেষ হয়েছে বলে জানানো হয় সভায়।

ভূমিমন্ত্রী বলেন, বিডিএস (বাংলাদেশ ডিজিটাল সার্ভে) বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে। বিডিএস বাস্তবায়িত হলে ম্যাপসহ মালিকানা ভিত্তিক খতিয়ান চালু করা সম্ভব হবে এবং খতিয়ানে দাগ শেয়ার করতে হবে না।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

দেশজুড়ে আরও ১,৩৩৩টি শহর ও ইউনিয়ন ভূমি অফিস হবে

দেশজুড়ে আরও ১,৩৩৩টি শহর ও ইউনিয়ন ভূমি অফিস হবে
ভূমি অফিস।ছবি: সংগৃহীত

দেশজুড়ে আরও ১,৩৩৩টি শহর ও ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ করা হবে। বৃহস্পতিবার (২৮ মার্চ) ভূমি মন্ত্রণালয়ের এক বিশেষ প্রকল্প পর্যালোচনা সভায় এ তথ্য জানানো হয়েছে বলে ভূমি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দের সভাপতিত্বে ভূমি ভবনে সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, ভূমি মন্ত্রণালয় ঢাকার সাভারে বাংলাদেশ জরিপ ও সেটেলমেন্ট প্রশিক্ষণ একাডেমি স্থাপনের পরিকল্পনা নিয়েছে। এরই মধ্যে তিন হাজারের বেশি জনবল নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর। এই প্রশিক্ষণ একাডেমি স্থাপনের ফলে ভূমি খাতের সেটেলমেন্ট ও জরিপ বিভাগে দক্ষ জনবল তৈরি সম্ভব হবে।

এছাড়া সারাদেশে আরও ১,৩৩৩টি শহর ও ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ করা হবে। এরই মধ্যে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) এক হাজার ৫৯২ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি অনুমোদন করেছে। এছাড়া সারাদেশে ১০৪৩টি শহর ও ইউনিয়ন ভূমি অফিসের নির্মাণ কাজ শেষ হয়েছে বলে জানানো হয় সভায়।

ভূমিমন্ত্রী বলেন, বিডিএস (বাংলাদেশ ডিজিটাল সার্ভে) বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে। বিডিএস বাস্তবায়িত হলে ম্যাপসহ মালিকানা ভিত্তিক খতিয়ান চালু করা সম্ভব হবে এবং খতিয়ানে দাগ শেয়ার করতে হবে না।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত