ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ঐতিহ্যবাহী আবাদ তাকিয়া ঈদগাহের মেহরাব নির্মাণের ভিত্তি প্রস্তুর উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকালে আবাদ তাকিয়া ঈদগাহের মেহরাব নির্মাণের ভিত্তি প্রস্তরের শুভ উদ্বোধন করেন ঠাকুরগাঁও- ৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমেদ (এমপি)।
এসময় উদ্বোধন অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তব্য রাখেন ঈদগাহ কমিটির উপদেষ্ঠা সাবেক এমপি অধ্যাপক ইয়াসিন আলী,ঈদগাহ কমিটির সভাপতি অধ্যাপক সইদুল হক,পৌর মেয়র মোস্তাফিজুর রহমান ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঈদগাহ কমিটির সাধারণ সম্পাদক হেদায়তুল্লাহ, আবাদ তাকিয়া মাদ্রাসার অধ্যক্ষ আইয়ুব আলী,আ:লীগ সহ সভাপতি জবাইদুর রহমান,সাবেক ভিসি খলিফর রহমান, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আ: হাকিম, মাওলানা আ:হাকিম,সহকারি শিক্ষক কামরুজ্জামানও সোলাইমান আলী,ঈদগাহ কমিটির সাংগঠনিক সম্পাদক আাবু তাহের,সাবেক ইউপি সদস্য আকবর আলী,কমিটির সদস্য শামসুল হক,প্রধান শিক্ষক কুশমত আলী সদস্য আইয়ুব আলী,ফরজন আলীও মাইনুল হক চৌধুরী।
আলোচনা সভা পরিচালনা করেন সহকারী শিক্ষক মোশারফ হোসেন।