সাগরে ভাসতে থাকা ২৭ বাংলাদেশি জেলেকে উদ্ধার করল ভারতীয় কোস্টগার্ড

ন্যাশনাল ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
সাগরে ভাসতে থাকা ২৭ বাংলাদেশি জেলেকে উদ্ধার করল ভারতীয় কোস্টগার্ড
ফাইল ছবি:সংগৃহীত

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে ভারতীয় সীমানায় ভাসতে থাকা ২৭ বাংলাদেশি জেলেকে উদ্ধার করেছে ভারতীয় কোস্টগার্ড।

শুক্রবার (৫ এপ্রিল) তাদের বাংলাদেশ কোস্টগার্ডের কাছে হস্তান্তর করে ভারতের কর্তৃপক্ষ।

কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত ১ এপ্রিল ‘‘এফভি সাগর-২’’ নামে একটি মাছ ধরার নৌকা ২৭ জেলেসহ চট্টগ্রামের কুতুবদিয়া থেকে সমুদ্রে যায়। ৪ এপ্রিল দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে সেটির ইঞ্জিন বিকল হয়ে সেটি স্রোতে ভাসতে ভাসতে বাংলাদেশের জলসীমা ছেড়ে ভারতীয় জলসীমায় ঢুকে পড়ে।

‘‘নৌকাটি ভারতীয় কোস্টগার্ড জাহাজ ‘আইসিজিএস আমোঘ’ এর দৃষ্টিসীমায় এলে তারা জেলেসহ সেটিকে উদ্ধার করে তা বাংলাদেশ কোস্টগার্ডকে জানায়,’’ যোগ করেন তিনি।

এই কর্মকর্তা বলেন, ‘‘খবর পেয়ে দুই দেশের সমঝোতার মাধ্যমে বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সমুদ্র সীমারেখায় ভারতীয় কোস্টগার্ড ২৭ জন জেলেসহ নৌকাটি বাংলাদেশ কোস্টগার্ডের কাছে হস্তান্তর করে।’’

খন্দকার মুনিফ তকি বলেন, ‘‘শুক্রবার সকাল ৫টায় মোংলা ফেয়ারওয়ে বয়ার কাছের এলাকায় জেলেসহ নৌকাটি মালিকপক্ষের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।’’

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সাগরে ভাসতে থাকা ২৭ বাংলাদেশি জেলেকে উদ্ধার করল ভারতীয় কোস্টগার্ড

সাগরে ভাসতে থাকা ২৭ বাংলাদেশি জেলেকে উদ্ধার করল ভারতীয় কোস্টগার্ড
ফাইল ছবি:সংগৃহীত

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে ভারতীয় সীমানায় ভাসতে থাকা ২৭ বাংলাদেশি জেলেকে উদ্ধার করেছে ভারতীয় কোস্টগার্ড।

শুক্রবার (৫ এপ্রিল) তাদের বাংলাদেশ কোস্টগার্ডের কাছে হস্তান্তর করে ভারতের কর্তৃপক্ষ।

কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত ১ এপ্রিল ‘‘এফভি সাগর-২’’ নামে একটি মাছ ধরার নৌকা ২৭ জেলেসহ চট্টগ্রামের কুতুবদিয়া থেকে সমুদ্রে যায়। ৪ এপ্রিল দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে সেটির ইঞ্জিন বিকল হয়ে সেটি স্রোতে ভাসতে ভাসতে বাংলাদেশের জলসীমা ছেড়ে ভারতীয় জলসীমায় ঢুকে পড়ে।

‘‘নৌকাটি ভারতীয় কোস্টগার্ড জাহাজ ‘আইসিজিএস আমোঘ’ এর দৃষ্টিসীমায় এলে তারা জেলেসহ সেটিকে উদ্ধার করে তা বাংলাদেশ কোস্টগার্ডকে জানায়,’’ যোগ করেন তিনি।

এই কর্মকর্তা বলেন, ‘‘খবর পেয়ে দুই দেশের সমঝোতার মাধ্যমে বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সমুদ্র সীমারেখায় ভারতীয় কোস্টগার্ড ২৭ জন জেলেসহ নৌকাটি বাংলাদেশ কোস্টগার্ডের কাছে হস্তান্তর করে।’’

খন্দকার মুনিফ তকি বলেন, ‘‘শুক্রবার সকাল ৫টায় মোংলা ফেয়ারওয়ে বয়ার কাছের এলাকায় জেলেসহ নৌকাটি মালিকপক্ষের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।’’

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত