কৃষ্ণকলির গান মানেই কথা আর সুরে ভিন্ন আমেজ, ভিন্ন অনুভূতি। আসছে ঈদে গড়াই মিউজিক প্রকাশ করছে কৃষ্ণকলির গাওয়া ‘‘ক্লান্ত” শিরোনামের একটি গান।
“ক্লান্ত তাই চোখ পাতা/ ক্লান্ত হয়ে চোখের পাতা/ বন্ধ ঘরে মনের কাঁটা/ খুঁজছি তারে, খুঁজছি যারে”– এমন কথার গানটি লিখেছেন ও সুর করেছেন অর্ক সুমন।
নতুন এই গান প্রসঙ্গে কৃষ্ণকলি বলেন, “ক্লান্ত গানটি অনেক বছর আগের করা। মনে আছে, অর্ক যখন এই গানটি লিখেছে, তখন আমাদের মধ্যে তুমুল ঝগড়া চলছে। দুজনেই বিরহে আছি। তখন গানটির সুর করে অর্ক আমার কাছে জানতে চায়, গানটিতে কণ্ঠ দেব কি-না। গান শুনে বলি করাই যেতে পারে। গানটির কথা ও সুর দারুণ। অনেক বছর আগের এই গানটি এতদিন বাক্সবন্দি থাকার পর যখন প্রকাশ হচ্ছে, ভাবতেই ভালো লাগছে।”
গান প্রকাশ প্রসঙ্গে গড়াই মিউজিকের সত্বাধিকারী এবং চলচ্চিত্র নির্মাতা ফাখরুল আরেফীন খান বলেন, “গড়াই মিউজিক শুরু করার পর, এটাই প্রথম কোনো খ্যাতিমান শিল্পীর গান প্রকাশ করছি। গানটি অনেকদিন আগের। এটি মুলত ‘এম ইন লাইফ’ সিনেমার জন্য সেই সময় করা হয়েছিল। কিন্তু নানা কারণে সিনেমাটি হয়নি, তাই এখন গানটি আমরা প্রকাশ করছি। আসছে চাঁদ রাতে প্রথমে আমরা গানটির লিরিকাল ভিডিও প্রকাশ করছি।”
ঈদের পর গানটির মিউজিক ভিডিও প্রকাশ হবে। শ্রোতাদের কাছে গানটি ভালো লাগবে বলে আশা গড়াই মিউজিকের।