মিরপুরে দুই বাসের চাপায় প্রাণ গেল হেলপারের   

ডেস্ক এডিটর এজেড নিউজ বিডি, ঢাকা
মিরপুরে দুই বাসের চাপায় প্রাণ গেল হেলপারের   
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে দুই বাসের চাপায় সুজন বেপারী (২৫) নামে এক বাস হেলপারের মৃত্যু হয়েছে।

সোমবার (৮ এপ্রিল) সকালে পল্লবী থানাধীন মিরপুর ১২ বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুজন বেপারী শরিয়তপুর জেলার জাজিরা উপজেলার হাজি করিম উদ্দিন বেপারীকান্দি গ্রামের মো. ইসমাইল বেপারির ছেলে। মিরপুরের রূপনগর চলন্তিকায় এক মেসে থাকতেন তিনি।

নিহতের বন্ধু ও বাসের ড্রাইভার আলামিন জানান, তাদের বাসটি মোহাম্মদপুর থেকে আবদুল্লাহপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে মিরপুর ১২ বাসস্ট্যান্ডের কাছাকাছি পৌঁছালে অন্য একটি বাস তাদের বাসটিকে ওভারটেক করার সময় দুই বাসের মাঝে চাপা পড়েন সুজন। তাৎক্ষণিক গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ইসলামিয়া হাসপাতালে নিয়ে যান স্থানীয় কয়েকজন। সেখান থেকে সুজনকে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে। কিন্তু সেখানে পৌঁছানোর পর চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মিরপুরে দুই বাসের চাপায় প্রাণ গেল হেলপারের   

মিরপুরে দুই বাসের চাপায় প্রাণ গেল হেলপারের   
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে দুই বাসের চাপায় সুজন বেপারী (২৫) নামে এক বাস হেলপারের মৃত্যু হয়েছে।

সোমবার (৮ এপ্রিল) সকালে পল্লবী থানাধীন মিরপুর ১২ বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুজন বেপারী শরিয়তপুর জেলার জাজিরা উপজেলার হাজি করিম উদ্দিন বেপারীকান্দি গ্রামের মো. ইসমাইল বেপারির ছেলে। মিরপুরের রূপনগর চলন্তিকায় এক মেসে থাকতেন তিনি।

নিহতের বন্ধু ও বাসের ড্রাইভার আলামিন জানান, তাদের বাসটি মোহাম্মদপুর থেকে আবদুল্লাহপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে মিরপুর ১২ বাসস্ট্যান্ডের কাছাকাছি পৌঁছালে অন্য একটি বাস তাদের বাসটিকে ওভারটেক করার সময় দুই বাসের মাঝে চাপা পড়েন সুজন। তাৎক্ষণিক গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ইসলামিয়া হাসপাতালে নিয়ে যান স্থানীয় কয়েকজন। সেখান থেকে সুজনকে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে। কিন্তু সেখানে পৌঁছানোর পর চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত