পুলিশ হেফাজতে যুবদল নেতার মৃত্যুর অভিযোগ

ডেস্ক এডিটর এজেড নিউজ বিডি, ঢাকা
পুলিশ হেফাজতে যুবদল নেতার মৃত্যুর অভিযোগ
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের হরিপুর থানা পুলিশের হেফাজতে থাকা অবস্থায় আকরাম হোসেন নামের এক যুবদল নেতার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

সোমবার (৮ এপ্রিল) দুপুরে হরিপুর থানায় এ ঘটনা ঘটে।

আকরাম হোসেন হরিপুর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ও একই উপজেলার হাটপুকুর গ্রামের আব্দুল তোয়াবের ছেলে।

আকরামের পরিবারের লোকজন জানান, রোববার দিবাগত রাতে আকরামকে আটক করে হরিপুর থানায় নিয়ে যায় পুলিশ। এরপর থানা হাজতে তাকে আটক রাখা হয়। সোমবার দুপুরে পুলিশ হেফাজতে থাকাবস্থায় থানাতেই তার মৃত্যু হয়।

এ সময় পুলিশি নির্যাতনে তার মৃত্যু হয়েছে বলে গণমাধ্যমের কাছে অভিযোগ করেন স্বজনরা।

তবে হরিপুর থানার ওসি আব্দুল লতিফ শেখে জানান, ১১০ পিস টাপেনটাডল ট্যাবলেটসহ আকারম হোসেন ও অপর দুজনকে আটক করা হয়। থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে সোমবার দুপুরে আসামিদের ঠাকুরগাঁও আদালতে পাঠানোর সময় আকরাম হোসেন অসুস্থবোধ করেন। চিকিৎসার জন্য সঙ্গে সঙ্গেই তাকে হরিপুর হাসপাতালে পাঠানো হয়। সেখানে তিনি মারা যান।

হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকতা ডা. শামিমুজ্জামান বলেন, থানা পুলিশ চিকিৎসার জন্য একজনকে হাসপাতালে নিয়ে আসে। তবে হাসপাতালের আসার পূর্বেই তার মৃত্যু হয়। কি কারণে তার মৃত্যু হয়েছে তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, বিষয়টি তারা তদন্ত করে দেখছেন।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পুলিশ হেফাজতে যুবদল নেতার মৃত্যুর অভিযোগ

পুলিশ হেফাজতে যুবদল নেতার মৃত্যুর অভিযোগ
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের হরিপুর থানা পুলিশের হেফাজতে থাকা অবস্থায় আকরাম হোসেন নামের এক যুবদল নেতার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

সোমবার (৮ এপ্রিল) দুপুরে হরিপুর থানায় এ ঘটনা ঘটে।

আকরাম হোসেন হরিপুর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ও একই উপজেলার হাটপুকুর গ্রামের আব্দুল তোয়াবের ছেলে।

আকরামের পরিবারের লোকজন জানান, রোববার দিবাগত রাতে আকরামকে আটক করে হরিপুর থানায় নিয়ে যায় পুলিশ। এরপর থানা হাজতে তাকে আটক রাখা হয়। সোমবার দুপুরে পুলিশ হেফাজতে থাকাবস্থায় থানাতেই তার মৃত্যু হয়।

এ সময় পুলিশি নির্যাতনে তার মৃত্যু হয়েছে বলে গণমাধ্যমের কাছে অভিযোগ করেন স্বজনরা।

তবে হরিপুর থানার ওসি আব্দুল লতিফ শেখে জানান, ১১০ পিস টাপেনটাডল ট্যাবলেটসহ আকারম হোসেন ও অপর দুজনকে আটক করা হয়। থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে সোমবার দুপুরে আসামিদের ঠাকুরগাঁও আদালতে পাঠানোর সময় আকরাম হোসেন অসুস্থবোধ করেন। চিকিৎসার জন্য সঙ্গে সঙ্গেই তাকে হরিপুর হাসপাতালে পাঠানো হয়। সেখানে তিনি মারা যান।

হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকতা ডা. শামিমুজ্জামান বলেন, থানা পুলিশ চিকিৎসার জন্য একজনকে হাসপাতালে নিয়ে আসে। তবে হাসপাতালের আসার পূর্বেই তার মৃত্যু হয়। কি কারণে তার মৃত্যু হয়েছে তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, বিষয়টি তারা তদন্ত করে দেখছেন।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত