ঈদের আগে দেশে ফিরলেন পরীমণি

বিনোদন ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
ঈদের আগে দেশে ফিরলেন পরীমণি
ছবি: সংগৃহীত

ঈদ-উল-ফিতর উপলক্ষে ঢাকায় ফিরেছেন চিত্রনায়িকা পরীমণি। এতদিন চলচ্চিত্রের শুটিংয়ে কলকাতায় ছিলেন। মঙ্গলবার (৯ এপ্রিল) বিকেলে ছেলে পদ্মকে সঙ্গে নিয়ে ঢাকায় ফেরেন তিনি।

দেশে ফিরে বিমানবন্দর থেকে তোলা তিনটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্টও করেছেন পরীমণি। পোস্টে তিনি লিখেছেন, “বাড়ি ফেরা।” সঙ্গে একটি ভালোবাসার ইমোজিও যোগ করেছেন।

কলকাতায় “ফেলুবক্সী” ছবিতে লাবণ্য চরিত্রে অভিনয় করছেন পরীমণি। পরিচালক দেবরাজ সিনহার এই ছবিতে পরীমণির বিপরীতে থাকছেন সোহম।

শুটিংয়ের ফাঁকে ঈদের কেনাকাটাও সেরে ফেলেছেন পরীমণি। কলকাতা থেকে পেয়েছেন উপহারও। গত রবিবার এক ভিডিও পোস্ট করে পরীমণি লিখেছেন, “ঈদের আমেজ। আমাদের বাড়ি ফেরার আয়োজন।”

সম্প্রতি মাতৃত্বকালীন বিরতি শেষে পুরোদমে কাজে মন দিয়েছেন পরীমণি। “ফেলুবক্সী” ছবির মাধ্যমেই কলকাতায় তার অভিষেক।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ঈদের আগে দেশে ফিরলেন পরীমণি

ঈদের আগে দেশে ফিরলেন পরীমণি
ছবি: সংগৃহীত

ঈদ-উল-ফিতর উপলক্ষে ঢাকায় ফিরেছেন চিত্রনায়িকা পরীমণি। এতদিন চলচ্চিত্রের শুটিংয়ে কলকাতায় ছিলেন। মঙ্গলবার (৯ এপ্রিল) বিকেলে ছেলে পদ্মকে সঙ্গে নিয়ে ঢাকায় ফেরেন তিনি।

দেশে ফিরে বিমানবন্দর থেকে তোলা তিনটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্টও করেছেন পরীমণি। পোস্টে তিনি লিখেছেন, “বাড়ি ফেরা।” সঙ্গে একটি ভালোবাসার ইমোজিও যোগ করেছেন।

কলকাতায় “ফেলুবক্সী” ছবিতে লাবণ্য চরিত্রে অভিনয় করছেন পরীমণি। পরিচালক দেবরাজ সিনহার এই ছবিতে পরীমণির বিপরীতে থাকছেন সোহম।

শুটিংয়ের ফাঁকে ঈদের কেনাকাটাও সেরে ফেলেছেন পরীমণি। কলকাতা থেকে পেয়েছেন উপহারও। গত রবিবার এক ভিডিও পোস্ট করে পরীমণি লিখেছেন, “ঈদের আমেজ। আমাদের বাড়ি ফেরার আয়োজন।”

সম্প্রতি মাতৃত্বকালীন বিরতি শেষে পুরোদমে কাজে মন দিয়েছেন পরীমণি। “ফেলুবক্সী” ছবির মাধ্যমেই কলকাতায় তার অভিষেক।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত