নড়াইলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২০

এস এম শরিফুল ইসলাম জেলা প্রতিনিধি, নড়াইল
নড়াইলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২০
ছবি: প্রতিনিধি

নড়াইলের ঢাকা-কালনা-নড়াইল-বেনাপোল মহাসড়কের সীতারামপুরে নামকস্থানে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনা ঘটেছে। এসময় ঘটনাস্থলে ১জন বাস চালক নিহত হয়েছে। তাছাড়া উভয়ে বাসে অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদের ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন।

স্থানীয়রা জানান,বুধবার (১০এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে যশোরগামী লিটন পরিবহনের একটি বাসের সাথে স্থানীয় যাশোর-নড়াইল-কালনা মহাসড়কের বন্ধু কল্যাণ পরিবহনের বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বন্ধু কল্যাণ বাসের চালক জাফর হোসেন (৫০) ঘটনাস্থলে নিহত হয়।

দুর্ঘটনার পর ঢাকা-কালনা-নড়াইল-বেনাপোল মহাসড়কের রাস্তা ২ঘন্টার জন্য আটকে যায়। ফলে রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনাকবলিত বাস দুটি উদ্ধার করেন। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

এব্যাপারে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ঘটনাস্থলে বাসের চালক জাফর হোসেন নিহত ও আহতদের উদ্বার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নড়াইলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২০

নড়াইলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২০
ছবি: প্রতিনিধি

নড়াইলের ঢাকা-কালনা-নড়াইল-বেনাপোল মহাসড়কের সীতারামপুরে নামকস্থানে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনা ঘটেছে। এসময় ঘটনাস্থলে ১জন বাস চালক নিহত হয়েছে। তাছাড়া উভয়ে বাসে অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদের ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন।

স্থানীয়রা জানান,বুধবার (১০এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে যশোরগামী লিটন পরিবহনের একটি বাসের সাথে স্থানীয় যাশোর-নড়াইল-কালনা মহাসড়কের বন্ধু কল্যাণ পরিবহনের বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বন্ধু কল্যাণ বাসের চালক জাফর হোসেন (৫০) ঘটনাস্থলে নিহত হয়।

দুর্ঘটনার পর ঢাকা-কালনা-নড়াইল-বেনাপোল মহাসড়কের রাস্তা ২ঘন্টার জন্য আটকে যায়। ফলে রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনাকবলিত বাস দুটি উদ্ধার করেন। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

এব্যাপারে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ঘটনাস্থলে বাসের চালক জাফর হোসেন নিহত ও আহতদের উদ্বার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত