রোদের মাত্রা বাড়লে, চুলের রুক্ষতাও বাড়ে। রুক্ষ চুল এড়াতে শ্যাম্পু ব্যবহার করা যেতে পারে, তবে খুব বেশি শ্যাম্পু ব্যবহার করলে চুল রুক্ষ ও প্রাণহীন হয়ে যাবে। এই ঋতুতে আপনার চুলকে সিল্কি করার কিছু ঘরোয়া উপায় রয়েছে।
১. চুলে পুষ্টি যোগাতে নিয়মিত নারকেল তেল ম্যাসাজ করুন। প্রতিদিন শ্যাম্পু করার এক ঘণ্টা আগে চুলে তেল লাগান। তারপর শ্যাম্পু করুন। আর ঠান্ডা লাগার সমস্যা না থাকলে প্রতিদিন ঘুমানোর আগে মাথায় তেল লাগিয়ে শুয়ে পড়ুন। ঘুম থেকে উঠে শ্যাম্পু করে অফিসে যাও। দেখবেন চুল সিল্কি হয়ে যাবে।
২. চুল সিল্কি করতে কলার হেয়ার প্যাক খুবই উপকারী। এই প্যাকটি একটি কলা, এক বাটি দই এবং দুই চা চামচ মধু দিয়ে তৈরি করা যেতে পারে। প্রথমে কলার পেস্ট তৈরি করুন। এবার মধু ও দই ভালো করে মিশিয়ে নিন। তিনটি উপাদান মিশে গেলে, ১৫ মিনিট পর চুলে হেয়ার প্যাক লাগাতে শুরু করুন। সপ্তাহে দুবার এই হেয়ার প্যাকটি ব্যবহার করুন। চুলে এক ঘণ্টা রেখে শ্যাম্পু করুন। সেরা ফলাফলের জন্য এক মাস ব্যবহার করুন।
৩. ডিমের হেয়ার প্যাক সিল্কি চুলের আরেকটি নিখুঁত অস্ত্র। প্যাকটি তৈরি করতে আপনার ডিম, মধু, লেবুর রস এবং নারকেল তেল লাগবে। প্রথমে ডিম ফাটিয়ে ডিমের হলুদ অংশ তুলে ফেলুন। এবার একটি পাত্রে ডিমের সাদা অংশ নিন। মধু, লেবুর রস, নারকেল তেল একে একে মিশিয়ে নিন। এবার পুরো চুলে লাগিয়ে এক ঘণ্টা অপেক্ষা করুন। চুল শুকিয়ে গেলে ভালো করে শ্যাম্পু করে নিন। প্যাকটিতে ডিম থাকায় মাথায় ডিমের গন্ধ বের হবে। তাই ডিমের গন্ধ না যাওয়া পর্যন্ত শ্যাম্পু করতে থাকুন। সপ্তাহে তিন দিন এই হেয়ার প্যাকটি ব্যবহার করুন। ভালো ফলাফল পেতে একমাস ধরে আবেদন করতে পারেন।
৪. সরিষার তেল, লেবু ও দই একসঙ্গে মিশিয়ে নিন। এটি সারা চুলে লাগিয়ে ৪৫ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন।
৫. জবা ফুলের পাতা জলে ভিজিয়ে রাখুন। পাতা বিট করে পেস্ট তৈরি করুন। এটি সারা চুলে লাগান। এক ঘণ্টা পর ধুয়ে ফেলুন।
৬. আপেলের খোসা সিদ্ধ করে সারা চুলে লাগান। ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। অথবা শ্যাম্পু করার আগে আপেলের রস দিয়ে চুল ধুয়ে ফেলুন।
৭. আপেল সিডার ভিনেগার এবং জল ১:১অনুপাতে মিশ্রিত করুন। শ্যাম্পু করার পর কন্ডিশনার হিসেবে ব্যবহার করুন।
নিয়মিত পদ্ধতি গুলো ব্যবহার করলে চুলের ভলিউম যেমন বাড়বে তেমনি চুলের পুষ্টিও দ্বিগুণ হবে। তবে এগুলোর পাশাপাশি ডায়েটে খেয়াল রাখুন। বেশি তেলে ভাজা ভুজি খাবেন না। চুলের তেল মালিশের পাশাপাশি শরীরের জন্যও ভালো নয় আপনি যখন শ্যাম্পু না করে বাঁচতে পারবেন না, সপ্তাহে প্রায় ৩ থেকে ৪ বার নারকেল তেল দিয়ে আপনার চুল ভালোভাবে ম্যাসাজ করুন। গোসলের ১ ঘণ্টা আগে চুলে তেল লাগিয়ে তারপর শ্যাম্পু করুন। আর ঠান্ডা না লাগলে রাতে চুলে তেল লাগিয়ে বিছানায় পরুন। সকালে উঠে শ্যাম্পু করে ফেলুন। এটি চুলের পুষ্টির জন্য খুবই উপকারী।