সাতক্ষীরার শ্যামনগরে মেঘনা শ্রীম্প হ্যাচারীর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২০ জানুয়ারি) শ্যামনগর উপজেলার হরিণগরে বাদ জুম্মা দোয়া মোনাজাতের মাধ্যমে এই উদ্বোধনী অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা ক্রীয়া সংস্থার কোষাধ্যক্ষ ও মেঘনা শ্রীম্প হ্যাচারীর চেয়ারম্যান ইদ্রিস আলী বাবু’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ সাহিদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন। শ্যামনগর সদর ইউপি চেয়ারম্যান এ্যাড. জহুরুল হায়দার বাবু, মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান অসীম কুমার মৃধা। সাতক্ষীরা পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর কায়সারুজ্জামান হিমেল, ২নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা। জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, বাগদা পোনা ব্যবসায়ী মো. আইয়ুব আলী প্রমুখ। অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন সাতক্ষীরা পুরান কোর্ট মসজিদের খতিব হাফেজ মাওলানা জালাল উদ্দীন।
মেঘনা শ্রীম্প হ্যাচারীর চেয়ারম্যান ইদ্রিস আলী বাবু জানান, সুন্দরবনের উপর নির্ভরশীল মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এই উদ্যোগ। হ্যাচারীতে পাওয়া যাবে সুস্থ সবল ও গুণগত মানসম্পন্ন বাগদা পোনা।
উদ্বোধন শেষে হ্যাচারীটি ঘুরে দেখেন অতিথিরা, পরে মধ্যাহ্নভোজের মধ্যদিয়ে শেষ হয় আনুষ্ঠানিকতা।