বেল পাড়া নিয়ে সংঘর্ষ, স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

ডেস্ক এডিটর এজেড নিউজ বিডি, ঢাকা
বেল পাড়া নিয়ে সংঘর্ষ, স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের নাগরপুরে জমির সীমানা নিয়ে বিরোধের জেরে স্বেচ্ছাসেবক লীগ নেতা রাজীব আলমকে (৩৫) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।

বৃহস্পতিবার (২ মে) দুপুরে উপজেলার ভাদ্রা ইউনিয়নে পংভাদ্রা গ্রামে এ ঘটনা ঘটে।

রাজীব ওই গ্রামের বীর মুক্তিযোদ্ধা আলম মিয়ার ছেলে ও ভাদ্রা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি ছিলেন।

এ ঘটনায় পুলিশ ছয়জনকে আটক করেছে। তারা হলেন মো. আজাহার, তার স্ত্রী শিল্পী বেগম, ছেলে মো. শান্ত, মো. পলাশ, তার ছেলে মো. রুবেল এবং রুবেলের মেয়ে বৃষ্টি খাতুন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আলম মিয়ার সঙ্গে প্রতিবেশী মো. আজাহারের জমির সীমানা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। বৃহস্পতিবার সীমানায় থাকা গাছের বেল মাটিতে পড়লে আজাহারের বাড়ির লোকজন সেটি কুড়িয়ে নিয়ে যায়। এ নিয়ে দুই পরিবারের মধ্যে ঝগড়া ও সংঘর্ষ হয়। এক পর্যায়ে চাপাতি ও দায়ের কোপে ঘটনাস্থলেই রাজীব মারা যান। এ ছাড়া উভয় পক্ষের অন্তত সাতজন আহত হন। তাদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা।

নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডে ব্যবহৃত দা, ছুরিসহ ছয়জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বেল পাড়া নিয়ে সংঘর্ষ, স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

বেল পাড়া নিয়ে সংঘর্ষ, স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের নাগরপুরে জমির সীমানা নিয়ে বিরোধের জেরে স্বেচ্ছাসেবক লীগ নেতা রাজীব আলমকে (৩৫) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।

বৃহস্পতিবার (২ মে) দুপুরে উপজেলার ভাদ্রা ইউনিয়নে পংভাদ্রা গ্রামে এ ঘটনা ঘটে।

রাজীব ওই গ্রামের বীর মুক্তিযোদ্ধা আলম মিয়ার ছেলে ও ভাদ্রা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি ছিলেন।

এ ঘটনায় পুলিশ ছয়জনকে আটক করেছে। তারা হলেন মো. আজাহার, তার স্ত্রী শিল্পী বেগম, ছেলে মো. শান্ত, মো. পলাশ, তার ছেলে মো. রুবেল এবং রুবেলের মেয়ে বৃষ্টি খাতুন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আলম মিয়ার সঙ্গে প্রতিবেশী মো. আজাহারের জমির সীমানা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। বৃহস্পতিবার সীমানায় থাকা গাছের বেল মাটিতে পড়লে আজাহারের বাড়ির লোকজন সেটি কুড়িয়ে নিয়ে যায়। এ নিয়ে দুই পরিবারের মধ্যে ঝগড়া ও সংঘর্ষ হয়। এক পর্যায়ে চাপাতি ও দায়ের কোপে ঘটনাস্থলেই রাজীব মারা যান। এ ছাড়া উভয় পক্ষের অন্তত সাতজন আহত হন। তাদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা।

নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডে ব্যবহৃত দা, ছুরিসহ ছয়জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত