গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: ৩১ ঘণ্টা পর উদ্ধারকাজের সমাপ্তি

ডেস্ক এডিটর এজেড নিউজ বিডি, ঢাকা
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: ৩১ ঘণ্টা পর উদ্ধারকাজের সমাপ্তি
ছবি: সংগৃহীত

গাজীপুরের জয়দেবপুরে তেলবাহী ট্রেনের সঙ্গে যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ৩১ ঘণ্টা পর লাইনচ্যুত বগিগুলো উদ্ধার কাজ শেষ হয়েছে। শনিবার (৪ মে) সন্ধ্যা ৬টার পর উদ্ধার কাজ শেষ হয়। এর আগে, কাজ চলমান থাকায় দিনভর ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-উত্তরবঙ্গ লাইনে ট্রেনের সিডিউল বিপর্যয় হয়। ফলে ভোগান্তিতে পড়েন বিভিন্ন গন্তব্যে যেতে ইচ্ছুক ট্রেন যাত্রীরা।

জয়দেবপুর জংশনের স্টেশন মাস্টার হানিফ মিয়া বলেন, গতকাল শুক্রবার দুর্ঘটনার কয়েক ঘণ্টা পর উদ্ধার অভিযান শুরু হয়। মধ্যরাতের রাতের পর উদ্ধার কাজ বন্ধ রাখা হয়। শনিবার সকাল থেকে আবারো উদ্ধার কাজ শুরু হয়। আজ সন্ধ্যা ৬টার পর উদ্ধার কার্যক্রম শেষ হয়েছে। দুর্ঘটনার কারণে ট্রেনের সিডিউল বিপর্যয় হয়েছে। কোনো ট্রেনই সময়মতো ছাড়া যায়নি। ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-উত্তরবঙ্গগামী লাইনের যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়েছে।

প্রসঙ্গত, গতকাল শুক্রবার সকাল ১০ টা ৫০ মিনিটে গাজীপুরের জয়দেবপুর জংশনের দক্ষিণে ছোট দেওড়া আউটার সিগন্যালে উত্তরবঙ্গগামী তেলবাহী ট্রেন ও ঢাকাগামী টাঙ্গাইল কমিউটার যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষ হয়। এতে ট্রেনের চালকসহ চার জন আহত হন। ঘটনার দুই ঘণ্টা পর দুপুর ১টা থেকে ঢাকা-জয়দেবপুর রেলরুটের একটি লাইন দিয়ে চলাচল শুরু করে ট্রেন। পরে বিকেলে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছার পর শুরু হয় উদ্ধার তৎপরতা।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: ৩১ ঘণ্টা পর উদ্ধারকাজের সমাপ্তি

গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: ৩১ ঘণ্টা পর উদ্ধারকাজের সমাপ্তি
ছবি: সংগৃহীত

গাজীপুরের জয়দেবপুরে তেলবাহী ট্রেনের সঙ্গে যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ৩১ ঘণ্টা পর লাইনচ্যুত বগিগুলো উদ্ধার কাজ শেষ হয়েছে। শনিবার (৪ মে) সন্ধ্যা ৬টার পর উদ্ধার কাজ শেষ হয়। এর আগে, কাজ চলমান থাকায় দিনভর ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-উত্তরবঙ্গ লাইনে ট্রেনের সিডিউল বিপর্যয় হয়। ফলে ভোগান্তিতে পড়েন বিভিন্ন গন্তব্যে যেতে ইচ্ছুক ট্রেন যাত্রীরা।

জয়দেবপুর জংশনের স্টেশন মাস্টার হানিফ মিয়া বলেন, গতকাল শুক্রবার দুর্ঘটনার কয়েক ঘণ্টা পর উদ্ধার অভিযান শুরু হয়। মধ্যরাতের রাতের পর উদ্ধার কাজ বন্ধ রাখা হয়। শনিবার সকাল থেকে আবারো উদ্ধার কাজ শুরু হয়। আজ সন্ধ্যা ৬টার পর উদ্ধার কার্যক্রম শেষ হয়েছে। দুর্ঘটনার কারণে ট্রেনের সিডিউল বিপর্যয় হয়েছে। কোনো ট্রেনই সময়মতো ছাড়া যায়নি। ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-উত্তরবঙ্গগামী লাইনের যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়েছে।

প্রসঙ্গত, গতকাল শুক্রবার সকাল ১০ টা ৫০ মিনিটে গাজীপুরের জয়দেবপুর জংশনের দক্ষিণে ছোট দেওড়া আউটার সিগন্যালে উত্তরবঙ্গগামী তেলবাহী ট্রেন ও ঢাকাগামী টাঙ্গাইল কমিউটার যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষ হয়। এতে ট্রেনের চালকসহ চার জন আহত হন। ঘটনার দুই ঘণ্টা পর দুপুর ১টা থেকে ঢাকা-জয়দেবপুর রেলরুটের একটি লাইন দিয়ে চলাচল শুরু করে ট্রেন। পরে বিকেলে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছার পর শুরু হয় উদ্ধার তৎপরতা।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত