ভারতকে খুশি করতেই আওয়ামী লীগের রাজনীতি: গয়েশ্বর

ডেস্ক এডিটর এজেড নিউজ বিডি, ঢাকা
ভারতকে খুশি করতেই আওয়ামী লীগের রাজনীতি: গয়েশ্বর
ছবি: সংগৃহীত

বর্তমান সরকারকে বয়কট করা অত্যন্ত জরুরি মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ১৯৭১ সালে দেশ স্বাধীন হলেও দেশের জনগণ এখনও স্বাধীন নয়। কাঁটাতারের বেড়ায় ঝুলছে বাংলাদেশ। আওয়ামী লীগ দেশের জনগণকে নয়, বরং ভারতকে খুশি করতে রাজনীতি করে। তারপরও ভারত এ সরকারকে টিকিয়ে রাখতে পারবে না।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারই ভারতের সবচেয়ে নিকৃষ্ট পণ্য। এ সরকারকে বয়কট করা যেমন অত্যন্ত জরুরি, তেমনি বিদেশি পণ্য বর্জন করাও উচিত।

বৃহস্পতিবার (৯ মে) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে ‘গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা ও জাতীয় মর্যাদার প্রতি ভিনদেশি আগ্রাসন’- শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। গণঅধিকার পরিষদের একাংশ এ আলোচনা সভার আয়োজন করে।

এসময় গয়েশ্বর বলেন, গণতন্ত্র কখনও আসবে, কখনও যাবে। গণতন্ত্র চলে গেলে লড়াই করতে হবে। তাহলে গণতন্ত্র ফিরে আসবে। যদিও আমাদের মনে রাখতে হবে, আগ্রাসনবিরোধী লড়াই করা খুব কঠিন।

অর্থনীতিবিদরা বর্তমানের অর্থনৈতিক অবস্থা ভালো বলতে পারবেন জানিয়ে গয়েশ্বর বলেন, দেশের প্রায় সব ব্যাংকের করুণ অবস্থা। কিছুদিন পরে কর্মীদের বেতন দেওয়ার টাকাও থাকবে না। চেয়ার-টেবল বিক্রি করে তাদের বেতন দিতে হবে। যেখানে মানুষের টাকা জমা থাকে, সেই ব্যাংকপাড়ার অবস্থা যদি এই হয়, তাহলে দেশের রাজনীতির কী অবস্থা ভাবুন। এ সরকারকে ক্ষমতা ছেড়ে চলে যেতেই হবে। ভারত তাদেরকে ক্ষমতায় রাখতে পারবে না।

গণঅধিকার পরিষদ একাংশের আহ্বায়ক মিয়া মশিউজ্জামানের সভাপতিত্বে সভায় পরিষদের সাবেক আহ্বায়ক রেজা কিবরিয়া, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মুঞ্জু প্রমুখ বক্তৃতা করেন।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ভারতকে খুশি করতেই আওয়ামী লীগের রাজনীতি: গয়েশ্বর

ভারতকে খুশি করতেই আওয়ামী লীগের রাজনীতি: গয়েশ্বর
ছবি: সংগৃহীত

বর্তমান সরকারকে বয়কট করা অত্যন্ত জরুরি মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ১৯৭১ সালে দেশ স্বাধীন হলেও দেশের জনগণ এখনও স্বাধীন নয়। কাঁটাতারের বেড়ায় ঝুলছে বাংলাদেশ। আওয়ামী লীগ দেশের জনগণকে নয়, বরং ভারতকে খুশি করতে রাজনীতি করে। তারপরও ভারত এ সরকারকে টিকিয়ে রাখতে পারবে না।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারই ভারতের সবচেয়ে নিকৃষ্ট পণ্য। এ সরকারকে বয়কট করা যেমন অত্যন্ত জরুরি, তেমনি বিদেশি পণ্য বর্জন করাও উচিত।

বৃহস্পতিবার (৯ মে) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে ‘গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা ও জাতীয় মর্যাদার প্রতি ভিনদেশি আগ্রাসন’- শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। গণঅধিকার পরিষদের একাংশ এ আলোচনা সভার আয়োজন করে।

এসময় গয়েশ্বর বলেন, গণতন্ত্র কখনও আসবে, কখনও যাবে। গণতন্ত্র চলে গেলে লড়াই করতে হবে। তাহলে গণতন্ত্র ফিরে আসবে। যদিও আমাদের মনে রাখতে হবে, আগ্রাসনবিরোধী লড়াই করা খুব কঠিন।

অর্থনীতিবিদরা বর্তমানের অর্থনৈতিক অবস্থা ভালো বলতে পারবেন জানিয়ে গয়েশ্বর বলেন, দেশের প্রায় সব ব্যাংকের করুণ অবস্থা। কিছুদিন পরে কর্মীদের বেতন দেওয়ার টাকাও থাকবে না। চেয়ার-টেবল বিক্রি করে তাদের বেতন দিতে হবে। যেখানে মানুষের টাকা জমা থাকে, সেই ব্যাংকপাড়ার অবস্থা যদি এই হয়, তাহলে দেশের রাজনীতির কী অবস্থা ভাবুন। এ সরকারকে ক্ষমতা ছেড়ে চলে যেতেই হবে। ভারত তাদেরকে ক্ষমতায় রাখতে পারবে না।

গণঅধিকার পরিষদ একাংশের আহ্বায়ক মিয়া মশিউজ্জামানের সভাপতিত্বে সভায় পরিষদের সাবেক আহ্বায়ক রেজা কিবরিয়া, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মুঞ্জু প্রমুখ বক্তৃতা করেন।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত