ধ্বংসস্তূপ থেকে ১১৬ ঘণ্টা পর জীবিত উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
ধ্বংসস্তূপ থেকে ১১৬ ঘণ্টা পর জীবিত উদ্ধার
ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকায় একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ১১৬ ঘন্টা পরে একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রাদেশিক প্রধানমন্ত্রী শনিবার এ তথ্য জানিয়েছেন।

দক্ষিণাঞ্চলীয় শহর জর্জে নির্মাণাধীন একটি অ্যাপার্টমেন্ট ব্লক সোমবার বিকেলে ভেঙে পড়ে। এ ঘটনায় ১৩ জন নিহত হয়।

প্রাদেশিক প্রধানমন্ত্রী অ্যালান উইন্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ বলেছেন, ‘এটি একটি অলৌকিক ঘটনা যার আশায় আমরা সবাই ছিলাম।’

উদ্ধার অভিযান পরিচালনাকারী দলের প্রধান কলিন ডিনার সাংবাদিকদের বলেন, ‘আমরা যখন দেয়ালের পাশে গিয়েছিলাম, তখন আমরা ভিতর থেকে কারো আওয়াজ শুনতে পাই এবং আমরা সমস্ত ভারী যন্ত্রের কাজ বন্ধ করে দিয়েছিলাম।’

তিনি জানান, উদ্ধারকারীরা তখন জীবিত ব্যক্তিকে ডাকেন এবং তিনি সাড়া দেন।

কলিন ডিনার বলেন, ‘তিনি আমাদের ইঙ্গিত দিয়েছিলেন যে, তার পা পাথরের নিচে আটকা পড়েছে এবং আমরা দীর্ঘ সময় এটি নিয়ে খুব চিন্তিত ছিলাম।’

কয়েক ঘন্টা পরে বেঁচে যাওয়া ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ধ্বংসস্তূপ থেকে ১১৬ ঘণ্টা পর জীবিত উদ্ধার

ধ্বংসস্তূপ থেকে ১১৬ ঘণ্টা পর জীবিত উদ্ধার
ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকায় একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ১১৬ ঘন্টা পরে একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রাদেশিক প্রধানমন্ত্রী শনিবার এ তথ্য জানিয়েছেন।

দক্ষিণাঞ্চলীয় শহর জর্জে নির্মাণাধীন একটি অ্যাপার্টমেন্ট ব্লক সোমবার বিকেলে ভেঙে পড়ে। এ ঘটনায় ১৩ জন নিহত হয়।

প্রাদেশিক প্রধানমন্ত্রী অ্যালান উইন্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ বলেছেন, ‘এটি একটি অলৌকিক ঘটনা যার আশায় আমরা সবাই ছিলাম।’

উদ্ধার অভিযান পরিচালনাকারী দলের প্রধান কলিন ডিনার সাংবাদিকদের বলেন, ‘আমরা যখন দেয়ালের পাশে গিয়েছিলাম, তখন আমরা ভিতর থেকে কারো আওয়াজ শুনতে পাই এবং আমরা সমস্ত ভারী যন্ত্রের কাজ বন্ধ করে দিয়েছিলাম।’

তিনি জানান, উদ্ধারকারীরা তখন জীবিত ব্যক্তিকে ডাকেন এবং তিনি সাড়া দেন।

কলিন ডিনার বলেন, ‘তিনি আমাদের ইঙ্গিত দিয়েছিলেন যে, তার পা পাথরের নিচে আটকা পড়েছে এবং আমরা দীর্ঘ সময় এটি নিয়ে খুব চিন্তিত ছিলাম।’

কয়েক ঘন্টা পরে বেঁচে যাওয়া ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত