রাত পোহালেই দ্বিতীয় ধাপে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরই মধ্যে ভোটকেন্দ্রের সমস্ত মালামাল পৌঁছে গেছে। উপজেলায় মোট ভোট কেন্দ্র রয়েছে মোট ১২৮টি। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উপজেলায় ঝুঁকিপূর্ণ কেন্দ্রের একটি খসড়া করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে প্রতিটি কেন্দ্রেই পর্যাপ্ত র্যাব, বিজিবি, পুলিশ ও আনসার বাহিনী মোতায়েন থাকবে। এছাড়াও একাধিক মোবাইল টিম থাকবে নির্বাচনী এলাকায়।
জানা গেছে, গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ৯টি ইউনিয়ন ও ১ পৌরসভার ১২৮টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। এর মধ্যে ৪৫টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ রয়েছে বলে জানা গেছে। ইতিমধ্যে ভোট কেন্দ্রগুলোর পরিবেশ স্বাভাবিক রাখতে বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন বিভাগের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও প্রস্তুতি গ্রহণ করেছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এফ এম নাসিম বলেন, আমরা ঝুঁকিপূর্ণ হিসেবে কোন কেন্দ্রকে আলাদা করে দেখছি না। উপজেলার প্রতিটি কেন্দ্রেই বিশেষভাবে নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রস্তুত। আশাকরি আগামীকাল একটি অবাদ সুষ্ঠু নির্বাচন আমরা উপহার দেব।