পদত্যাগ করে হতে চেয়েছিলেন এমপি, না পেরে আবার উপজেলা চেয়ারম্যান

ডেস্ক এডিটর এজেড নিউজ বিডি, ঢাকা
পদত্যাগ করে হতে চেয়েছিলেন এমপি, না পেরে আবার উপজেলা চেয়ারম্যান
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ফের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সৈয়দ নজরুল ইসলাম। কাপ-পিরিচ প্রতীকে তিনি ৮১ হাজার ৮৩০ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী মহসীন আলী মিয়াকে পরাজিত করেন। মহসীন আলী মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৬৭ হাজার ২০ ভোট।

মঙ্গলবার (২১ মে) রাতে ফলাফল ঘোষণা করেন এ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জল হোসেন। এর আগে সকাল ৮টা থেকে ষষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচনে এ উপজেলায় ভোটগ্রহণ করা হয়। চলে বিকেল ৪টা পর্যন্ত।

সৈয়দ নজরুল ইসলাম পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। দ্বাদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য গত ২ নভেম্বরে চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন। এরপর চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবপুর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আওয়ামী লীগের মনোনয়ন চান। কিন্তু দল তাকে মনোনয়ন না দেওয়ায় গত ১ জানুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। কিন্তু পরাজিত হন।

নিয়ম অনুযায়ী নজরুল ইসলাম পদত্যাগ করার পর শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন নিকটবর্তী হওয়ায় আর উপনির্বাচন হয়নি।

রিটার্নিং কর্মকর্তা উজ্জল হোসেন জানান, শিবগঞ্জ উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান পদে ৬২ হাজার ৬২৫ ভোট পেয়ে টিউবওয়েল প্রতীকের প্রার্থী রবিউল খান নয়ন নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তালা প্রতীকে শামীম রেজা পেয়েছেন ৪০ হাজার ৭৯ ভোট। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫৮ হাজার ৫২০ ভোট পেয়ে প্রজাপতি প্রতীকে শিউলী বেগম নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীকের প্রার্থী নুরজাহান পেয়েছেন ৪৬ হাজার ৯৯ ভোট।

তিনি আরও বলেন, নির্বাচনে তিনটি পদে ১১ জন প্রতিদ্বন্দ্বীতা করেন। ১৬৬ ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন ভোটাররা। ৩৩ দশমিক ৬৯ শতাংশ ভোট পড়েছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পদত্যাগ করে হতে চেয়েছিলেন এমপি, না পেরে আবার উপজেলা চেয়ারম্যান

পদত্যাগ করে হতে চেয়েছিলেন এমপি, না পেরে আবার উপজেলা চেয়ারম্যান
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ফের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সৈয়দ নজরুল ইসলাম। কাপ-পিরিচ প্রতীকে তিনি ৮১ হাজার ৮৩০ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী মহসীন আলী মিয়াকে পরাজিত করেন। মহসীন আলী মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৬৭ হাজার ২০ ভোট।

মঙ্গলবার (২১ মে) রাতে ফলাফল ঘোষণা করেন এ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জল হোসেন। এর আগে সকাল ৮টা থেকে ষষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচনে এ উপজেলায় ভোটগ্রহণ করা হয়। চলে বিকেল ৪টা পর্যন্ত।

সৈয়দ নজরুল ইসলাম পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। দ্বাদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য গত ২ নভেম্বরে চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন। এরপর চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবপুর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আওয়ামী লীগের মনোনয়ন চান। কিন্তু দল তাকে মনোনয়ন না দেওয়ায় গত ১ জানুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। কিন্তু পরাজিত হন।

নিয়ম অনুযায়ী নজরুল ইসলাম পদত্যাগ করার পর শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন নিকটবর্তী হওয়ায় আর উপনির্বাচন হয়নি।

রিটার্নিং কর্মকর্তা উজ্জল হোসেন জানান, শিবগঞ্জ উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান পদে ৬২ হাজার ৬২৫ ভোট পেয়ে টিউবওয়েল প্রতীকের প্রার্থী রবিউল খান নয়ন নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তালা প্রতীকে শামীম রেজা পেয়েছেন ৪০ হাজার ৭৯ ভোট। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫৮ হাজার ৫২০ ভোট পেয়ে প্রজাপতি প্রতীকে শিউলী বেগম নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীকের প্রার্থী নুরজাহান পেয়েছেন ৪৬ হাজার ৯৯ ভোট।

তিনি আরও বলেন, নির্বাচনে তিনটি পদে ১১ জন প্রতিদ্বন্দ্বীতা করেন। ১৬৬ ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন ভোটাররা। ৩৩ দশমিক ৬৯ শতাংশ ভোট পড়েছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত