দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস হেরে ব্যাটিং করতে নেমে নাস্তানাবুদ হয়েছে শ্রীলঙ্কা। ১৯.১ ওভারে তারা অলআউট হয়েছে মাত্র ৭৭ রানে। যা তাদের টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে সর্বনিম্ন দলীয় সংগ্রহ। জিততে দক্ষিণ আফ্রিকাকে করতে হবে ৭৮।
দ. আফ্রিকার বোলিং তোপে দিশেহারা শ্রীলঙ্কা:
টস হেরে ব্যাটিং করতে নেমে দক্ষিণ আফ্রিকার বোলারদের তোপের মুখে পড়েছে শ্রীলঙ্কা। ৪৫ রান তুলতেই তারা হারিয়ে বসেছে ৬ উইকেট। ১৩ রানে পাথুম নিসাঙ্কা এই বিশ্বকাপে অভিষেক হওয়া বার্টম্যানের শিকার হয়ে ফেরার পর কুসল ও কামিন্দু দলীয় সংগ্রহকে ৩১ পর্যন্ত নিয়ে যান। এরপর মাত্র ১৪ রানের ব্যবধানে পাঁচ উইকেট হারায় তারা।
৩১ রানের সময় কামিন্দু মেন্ডিসকে ফেরার অ্যানরিখ নরকিয়া। ১৫ বলে ১১ রান আসে তার ব্যাট থেকে। ৩২ রানের সময় কেশব মহারাজের শিকার হন ওয়ানিন্দু হাসারাঙ্গা। শূন্যরানে সাজঘরে ফেরেন তিনি। একই রানে গোল্ডেন ডাক মেরে ফেরেন সাদিরা সামারাবিক্রমা। কেশব মহারাজের বলে বোল্ড হন তিনি।
৪০ রানের সময় নরকিয়ার দ্বিতীয় শিকারে পরিণত হন কুসল মেন্ডিস। ৩০ বলে ১৯ রান করেন তিনি। এরপর ৪৫ রানের সময় চারিথ আসালঙ্কাকে আউট করেন নরকিয়া। ৯ বলে ৬ রান করেন এই ব্যাটসম্যান।
সেখান থেকে অ্যাঞ্জেলো ম্যাথুজ ও দাসুন শানাকা দলীয় সংগ্রহকে ৬৮ পর্যন্ত নিয়ে যান।
পাওয়ার প্লে’তে মাত্র ২২ রান তুললো শ্রীলঙ্কা:
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা সুবিধাজনক হলো না শ্রীলঙ্কার। পাওয়ার প্লে’র ৬ ওভারে তারা ১ উইকেট হারিয়ে তুলেছে মাত্র ২২ রান। অর্থাৎ ৩৬ বল খেলে মাত্র ২২ রান জমা করেছে দলীয় সংগ্রহে।
দলীয় ১৩ রানের সময় উদ্বোধনী ব্যাটসম্যান পাথুম নিসাঙ্কা আউট হন। বিশ্বকাপে অভিষেক হওয়া অটনিল বার্টম্যানের করা ওভারের প্রথম বলে উড়িয়ে মারতে গিয়ে ডিপ থার্ডম্যানে হেনরিখ ক্লাসেনের হাতে ধরা পড়েন। ৮ বল খেলে ৩ রান করে যান তিনি। সেখান থেকে কুসল মেন্ডিস ও কামিন্দু মেন্ডিস ধীর গতিতে এগিয়ে নিচ্ছেন দলীয় সংগ্রহকে। কুসল ১১ ও কামিন্দু ৭ রানে অপরাজিত আছেন।
টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা:
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেছে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ইতোমধ্যে টস হয়েছে। টস জিতেছেন শ্রীলঙ্কার অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা। তিনি অবশ্য ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি মনে করছেন পিচ ব্যাটিংবান্ধব। সাতজন ব্যাটসম্যান ও চারজন বোলার নিয়ে একাদশ সাজিয়েছে লঙ্কানরা।
অন্যদিকে দক্ষিণ আফ্রিকা মাত্র একজন স্পিনার নিয়ে মাঠে নেমেছে। খেলছেন কেবল কেশব মহারাজ। নেই তাবরেইজ শামসি। প্রোটিয়াদের হয়ে আজ বিশ্বকাপে অভিষেক হচ্ছে অটনিল বার্টম্যানের। তিনি এসএ২০ তে দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেলেন।
দক্ষিণ আফ্রিকার একাদশ:
কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রিজা হেন্ড্রিক্স, এইডেন মার্করাম (অধিনায়ক), হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, মার্কো জানসেন, কেশব মহারাজ, কাগিসু রাবাদা, অ্যানরিখ নরকিয়া ও ওটনিল বার্টম্যান।
শ্রীলঙ্কার একাদশ:
পথুম নিসাঙ্কা, কুসল মেন্ডিস (উইকেটরক্ষক), কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথুজ, ওয়ানিন্দু হাসরাঙ্গা (অধিনায়ক), দাসুন শানাকা, মহেশ থিকশানা, মাথিশা পাথিরানা ও নুয়ান থুশারা।